ভারতে আত্মহত্যা করার আগে স্ত্রী ও ভাগ্নেকে গুলি করে হত্যা করেছেন ভরত গায়কোয়াড় নামের এক পুলিশ কর্মকর্তা। ২৪ জুলাই সোমবার মহারাষ্ট্রের পুনে শহরের বানের এলাকায় নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
পুনে শহরের চতুর্শ্রী থানার এক পুলিশ কর্মকর্তা জানান, সোমবার রাতের প্রথম প্রহর সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে ভরত আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে নিজের স্ত্রী ও ভাগ্নেকে গুলি করে হত্যা করেন। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ভরত প্রথমে তার স্ত্রীর মাথায় গুলি করেন। গুলির শব্দ শুনে তার ছেলে ও ভাগ্নে দৌড়ে এসে দরজা খোলে। তারা দরজা খুললে ভরত তার ভাগ্নেকে গুলি করেন। তারপর তিনি নিজের মাথায় গুলি করেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ভরত গায়কোয়াড়ের নিহত স্ত্রীর নাম মনি গায়কোয়াড়। ভাগ্নের নাম দীপক।
অমরাবতী শহরের রাজাপেঠ ডিভিশনের এসিপি ছিলেন ভরত গায়কোয়াড়। তার বয়স ছিল ৫৭ বছর। সম্প্রতি তিনি সিনিয়র পুলিশ ইন্সপেক্টর থেকে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ কমিশনার (এসিপি) হন। তিনি অমরাবতী থানায় দায়িত্বে ছিলেন। সূত্র : এনডিটিভি
ঠিকানা/এনআই
পুনে শহরের চতুর্শ্রী থানার এক পুলিশ কর্মকর্তা জানান, সোমবার রাতের প্রথম প্রহর সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে ভরত আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে নিজের স্ত্রী ও ভাগ্নেকে গুলি করে হত্যা করেন। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ভরত প্রথমে তার স্ত্রীর মাথায় গুলি করেন। গুলির শব্দ শুনে তার ছেলে ও ভাগ্নে দৌড়ে এসে দরজা খোলে। তারা দরজা খুললে ভরত তার ভাগ্নেকে গুলি করেন। তারপর তিনি নিজের মাথায় গুলি করেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ভরত গায়কোয়াড়ের নিহত স্ত্রীর নাম মনি গায়কোয়াড়। ভাগ্নের নাম দীপক।
অমরাবতী শহরের রাজাপেঠ ডিভিশনের এসিপি ছিলেন ভরত গায়কোয়াড়। তার বয়স ছিল ৫৭ বছর। সম্প্রতি তিনি সিনিয়র পুলিশ ইন্সপেক্টর থেকে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ কমিশনার (এসিপি) হন। তিনি অমরাবতী থানায় দায়িত্বে ছিলেন। সূত্র : এনডিটিভি
ঠিকানা/এনআই