প্রবল বৃষ্টিতে চীনে একটি স্কুলের জিমনেসিয়ামের ছাদ ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। আজ ২৪ জুলাই সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
দেশটির কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরের একটি স্কুলের জিমনেসিয়াম ভবনের ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে বের করা ১৫ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদ ধসে নিহতদের মধ্যে অনেকেই শিশু। যদিও শিশুদের প্রাণহানির ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এ ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তি ভবনটির দায়িত্বে ছিলেন।
ঠিকানা/এনআই
দেশটির কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরের একটি স্কুলের জিমনেসিয়াম ভবনের ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে বের করা ১৫ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদ ধসে নিহতদের মধ্যে অনেকেই শিশু। যদিও শিশুদের প্রাণহানির ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এ ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তি ভবনটির দায়িত্বে ছিলেন।
ঠিকানা/এনআই