অঝোর ধারায় বর্ষা ঝরছে,
ঘন বরষার তুমুল শব্দে
স্রোতস্বিনী নির্ঝরিণী হয়ে,
কবিতা আসে, কলকল ছন্দে।
কী নিয়ে লিখব কবিতা?
প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ কিংবা
ট্রাম্প কমলার নির্বাচনী দ্বন্দ্ব নিয়ে,
বাংলাদেশের ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থান নিয়ে।
পানি পানি করে, জীবন বাঁচাতে
মৃত্যুর কোলে ঢলে পড়া সেই যুবককে নিয়ে।
যাকে নিয়ে মুগ্ধতা কাটেনি এখনো জনমনে।
তারুণ্যদীপ্ত মুগ্ধ,
হয়তো জয় করত পৃথিবীকে, প্রিয়তমাকে।
মুগ্ধর মা জননী কীভাবে আছেন বেঁচে? মুগ্ধহীন জীবনে।
টুইন ভাই স্নিগ্ধ, কীভাবে ঘুমায়?
ভাইয়ের খালি বালিশ পাশে নিয়ে।
শ্যামল কোমল আমাদের এ বাংলাদেশ
কত লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এ মহান স্বাধীনতা।
দেশ গড়তে কত অজস্র প্রাণের হলো বিপন্নতা।
দেশ নেতৃত্ব দেবেন যারা
পেছন ফিরে যেন দেখেন তারা।
কোনো অশ্রুপাত নয়,
ধর্মীয় বিভাজন নয়,
দলাদলিও নয়।
গলাগলি করে যেন এগিয়ে যায়,
মুগ্ধময় এই বাংলা।
ঘন বরষার তুমুল শব্দে
স্রোতস্বিনী নির্ঝরিণী হয়ে,
কবিতা আসে, কলকল ছন্দে।
কী নিয়ে লিখব কবিতা?
প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ কিংবা
ট্রাম্প কমলার নির্বাচনী দ্বন্দ্ব নিয়ে,
বাংলাদেশের ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থান নিয়ে।
পানি পানি করে, জীবন বাঁচাতে
মৃত্যুর কোলে ঢলে পড়া সেই যুবককে নিয়ে।
যাকে নিয়ে মুগ্ধতা কাটেনি এখনো জনমনে।
তারুণ্যদীপ্ত মুগ্ধ,
হয়তো জয় করত পৃথিবীকে, প্রিয়তমাকে।
মুগ্ধর মা জননী কীভাবে আছেন বেঁচে? মুগ্ধহীন জীবনে।
টুইন ভাই স্নিগ্ধ, কীভাবে ঘুমায়?
ভাইয়ের খালি বালিশ পাশে নিয়ে।
শ্যামল কোমল আমাদের এ বাংলাদেশ
কত লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এ মহান স্বাধীনতা।
দেশ গড়তে কত অজস্র প্রাণের হলো বিপন্নতা।
দেশ নেতৃত্ব দেবেন যারা
পেছন ফিরে যেন দেখেন তারা।
কোনো অশ্রুপাত নয়,
ধর্মীয় বিভাজন নয়,
দলাদলিও নয়।
গলাগলি করে যেন এগিয়ে যায়,
মুগ্ধময় এই বাংলা।