রাজধানীর বনানীতে আজমেরি গ্লোরি পরিবহনের একটি বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরেক ছাত্রী।
নিহত নাফিসা রাজধানীর গ্রিন রোডে অবস্থিত এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ছাত্রী। তার বয়স ২১ বছর। আহত সিফা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী। সিফাকে উদ্ধার করে কুর্মিটোলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৩ জুলাই রোববার বিকাল ৫টায় বনানী ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
ওসি জানান, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ ছাড়া ওই বাসের চালক ইসমাইলকেও আটক করা হয়েছে।
তিনি আরও জানান, সিফার মামাতো বোন নাফিসা। বিকালে তারা বনানী ওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। সে সময় আজমেরি গ্লোরি বাসের ধাক্কায় উভয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাফিসা। আর সিফা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঠিকানা/এনআই
নিহত নাফিসা রাজধানীর গ্রিন রোডে অবস্থিত এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ছাত্রী। তার বয়স ২১ বছর। আহত সিফা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী। সিফাকে উদ্ধার করে কুর্মিটোলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৩ জুলাই রোববার বিকাল ৫টায় বনানী ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
ওসি জানান, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ ছাড়া ওই বাসের চালক ইসমাইলকেও আটক করা হয়েছে।
তিনি আরও জানান, সিফার মামাতো বোন নাফিসা। বিকালে তারা বনানী ওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। সে সময় আজমেরি গ্লোরি বাসের ধাক্কায় উভয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাফিসা। আর সিফা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঠিকানা/এনআই