প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি দিলো বিএনপি

প্রকাশ : ২১ অগাস্ট ২০২৪, ১৯:২৭ , অনলাইন ভার্সন
দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।

২১ আগস্ট (বুধবার) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

পাঁচ দিনের কর্মসূচি

৩১ আগস্ট- জেলা উপজেলায় আলোচনা সভা।

১ সেপ্টেম্বর- জিয়ার মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান।

২ সেপ্টেম্বর- মহানগর ও জেলায় র‍্যালি।

৩ সেপ্টেম্বর- মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে মৎস্য অবমুক্তকরণ।

৪ সেপ্টেম্বর- জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপিই সবচেয়ে বেশি অবদান রেখেছে। বরাবরই দলটি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে বিভিন্ন আন্দোলনে প্রায় দুই হাজার লোককে হত্যা করা হয়েছে। মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে।

কোটা সংস্কার নিয়ে চলা আন্দোলনে দলের ১৯৮ জন প্রাণ দিয়েছেন বলেও দাবি করে বিএনপির মহাসচিব।

গণ-আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এখন আমাদের এই অর্জন রক্ষা করতে হবে। তা না হলে, নব্য ফ্যাসিবাদ এসে যাবে।

ঠিকানা/এএস 
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078