ডিএমপির ৭ যুগ্ম কমিশনারকে বদলি

প্রকাশ : ২০ অগাস্ট ২০২৪, ২২:২৯ , অনলাইন ভার্সন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে তিন কর্মকর্তাকে ডিএমপি সদর দফতরে ও চার কর্মকর্তাকে অন্যান্য দফতরে সংযুক্ত করা হয়েছে।

২০ আগস্ট (মঙ্গলবার) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এদের মধ্যে হাসান মো. শওকত আলীকে লজিস্টিক বিভাগে, খন্দকার ফরিদুল ইসলামকে ট্রাফিক-দক্ষিণে, সৈয়দ হারুন অর রশীদকে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণে এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণের সুফিয়ান আহমেদকে ট্রাফিক-উত্তরে পদায়ন করা হয়েছে।
 
এছাড়া মোহাম্মদ জায়েদুল আলম, ট্রাফিক-দক্ষিণের এস এম মেহেদী হাসান ও ট্রাফিক-উত্তরের সুদীপ কুমার চক্রবর্তীকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041