মমতাকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের 

প্রকাশ : ২০ অগাস্ট ২০২৪, ২১:৪৮ , অনলাইন ভার্সন
বাংলাদেশের ছাত্র আন্দোলন ও সরকার পরিবর্তনের হাওয়া বইছে পশ্চিমবঙ্গেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ২৬ আগস্টের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে রাজ্যটির ছাত্রসমাজ। পদত্যাগ না করলে ২৭ আগস্ট সচিবালয় নবান্ন ও অভিযানের ডাক দিয়েছে তারা।

২০ আগস্ট (মঙ্গলবার) নবান্ন চলো কর্মসূচিতে দলমত নির্বিশেষে রাজ্যের সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এই আল্টিমেটাম দেয় ছাত্রসমাজ। ফলে ওইদিন রাজ্যে বড় সংঘাতের আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

এর মধ্যেই ২০ আগস্ট (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আরো বিপদে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। যা অনুপ্রাণিত করেছে পশ্চিমবঙ্গের প্রতিবাদী মানুষ এবং আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের। 

এদিন সকালে কলকাতা লাগোয়া সল্টলেক ও বিধান নগরের রাজ্য স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ দেখান বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই আরজি করকাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনিত গোয়েল এবং আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে শামিল হন কয়েক হাজার কর্মী সমর্থক। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে। গ্রেপ্তার করা হয় বেশ কিছু এবিপি নেতাকর্মীকে। 

আরজি করকাণ্ডে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার টিপু সুলতান মসজিদের সামনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ করার জন্য কর্মী সমর্থকরা জমায়েত হতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে নিয়ে যায়। আজ পথে নেমেছেন সিপিআইএম। বামফ্রন্টের পক্ষ থেকে জেলাশাসকের দপ্তরগুলোতে বিক্ষোভ এবং আইন অমান্য কর্মসূচি পালন করে বামফ্রন্টের নেতাকর্মীরা। 

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সর্বত্র প্রতিবাদ মিছিল করেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকীর দল ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট, যারা পশ্চিমবঙ্গে আইএসএফ নামে পরিচিত। 

অন্যদিকে তাকে নিয়ে অনেক বিতর্কের মাঝেও আগামীকাল দুপুর তিনটায় ময়দানের ফুটবলার গোষ্ঠ পালের মূর্তি থেকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও বেহালাতে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। সম্প্রতি সৌরভের একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। ঘরে বাইরে সমালোচিত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078