যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রসিকতা করে নিজেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দাবি করেছেন। শুক্রবার (২১ জুলাই) হোয়াইট হাউসে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই হাস্যরসাত্মক মন্তব্য করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, কেউ আমাকে আব্রাহাম লিংকন মনে করে থাকলে তাকে তেমন একটা দোষ দেওয়া যায় না। সেই দোষ দিতে হয় এআইকে।
তবে বিভিন্ন কোম্পানি যেভাবে এআইভিত্তিক নানা কিছু উদ্ভাবন করছে, তা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হুমকিতে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাইডেন। বিশেষ করে, ২০২৪ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনকে এআই সংকটে ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
তাই সংশ্লিষ্ট সবাইকে এখন থেকে এই প্রযুক্তির সার্বিক বিকাশ নিয়ে সতর্ক হতে আহ্বান জানিয়েছেন ৮০ বছর বয়সী জো বাইডেন। আগামী নির্বাচনে তিনি ফের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন। ইতিমধ্যে সেই কার্যক্রম শুরু হয়েছে।
হোয়াইট হাউসের বৈঠকের আগে শুক্রবার অ্যামাজন, গুগল, মেটা ও মাইক্রোসফটের প্রতিনিধিরাও এআই নিয়ে একটি বৈঠক করেছেন। সূত্র : আরটি
ঠিকানা/এনআই
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, কেউ আমাকে আব্রাহাম লিংকন মনে করে থাকলে তাকে তেমন একটা দোষ দেওয়া যায় না। সেই দোষ দিতে হয় এআইকে।
তবে বিভিন্ন কোম্পানি যেভাবে এআইভিত্তিক নানা কিছু উদ্ভাবন করছে, তা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হুমকিতে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাইডেন। বিশেষ করে, ২০২৪ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনকে এআই সংকটে ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
তাই সংশ্লিষ্ট সবাইকে এখন থেকে এই প্রযুক্তির সার্বিক বিকাশ নিয়ে সতর্ক হতে আহ্বান জানিয়েছেন ৮০ বছর বয়সী জো বাইডেন। আগামী নির্বাচনে তিনি ফের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন। ইতিমধ্যে সেই কার্যক্রম শুরু হয়েছে।
হোয়াইট হাউসের বৈঠকের আগে শুক্রবার অ্যামাজন, গুগল, মেটা ও মাইক্রোসফটের প্রতিনিধিরাও এআই নিয়ে একটি বৈঠক করেছেন। সূত্র : আরটি
ঠিকানা/এনআই