রক্ত ঝরে রক্ত ঝরে
পিতার দেহ থেকে রক্ত ঝরে
রক্ত ঝরে হৃদয়ে হৃদয়ে
রক্ত ঝরে আমার বুকে,
রক্ত ঝরে তোমার বুকে
রক্ত ঝরে দেশের বুকে,
রক্ত ঝরে বত্রিশ নম্বরে
রক্ত ঝরে পথে-প্রান্তরে।
হায়েনার দল আসল সবাই রাতের অন্ধকারে
জনক ঘুমায় গভীর রাতে সকল কাজ সেরে।
বাড়ির সবাই স্বপ্ন দ্যাখে আগামী দিনের তরে
ঘাতকেরা সব ষড়যন্ত্র করে গভীর রাতের পরে।
মসজিদে ভোরের আজান দিচ্ছে যখন মুয়াজ্জিন
তখনই ঘাতকের দল টিপল গুলির ম্যাগাজিন।
দেশটা যেন হারিয়ে গেল মহাসমুদ্রে
সবার হৃদয় ভরে গেল বিষাদের সমুদ্রে।
জাতির পিতাকে হারিয়ে দেশ হলো ছন্নছাড়া
আমরা সবাই হলাম দিশেহারা।
নষ্ট হলো চেতনা, নষ্ট হলো মানুষ,
নষ্ট হলো মানবতাবোধ, নষ্ট হলো বিশ্বাস।
জাতির পিতার কষ্ট ও ত্যাগ ভুলে
আমরা বয়ে আনলাম অভিশাপ সকলে,
অন্ধকারে নিমজ্জিত হলাম আমরা
পথহারা মাঝি হলো পাখিরা।
হত্যাকারীরা মিলেমিশে দেশটা ভরল কুশাসনে
স্বাধীনতাবিরোধীরা আশকারা পেল সবখানে,
মুজিব হত্যায় ক্ষতি হলো রক্তস্নাত বাংলায়
হায়রে অভাগা জাতি কাঁদ এখন বসে সবায়।
পিতার দেহ থেকে রক্ত ঝরে
রক্ত ঝরে হৃদয়ে হৃদয়ে
রক্ত ঝরে আমার বুকে,
রক্ত ঝরে তোমার বুকে
রক্ত ঝরে দেশের বুকে,
রক্ত ঝরে বত্রিশ নম্বরে
রক্ত ঝরে পথে-প্রান্তরে।
হায়েনার দল আসল সবাই রাতের অন্ধকারে
জনক ঘুমায় গভীর রাতে সকল কাজ সেরে।
বাড়ির সবাই স্বপ্ন দ্যাখে আগামী দিনের তরে
ঘাতকেরা সব ষড়যন্ত্র করে গভীর রাতের পরে।
মসজিদে ভোরের আজান দিচ্ছে যখন মুয়াজ্জিন
তখনই ঘাতকের দল টিপল গুলির ম্যাগাজিন।
দেশটা যেন হারিয়ে গেল মহাসমুদ্রে
সবার হৃদয় ভরে গেল বিষাদের সমুদ্রে।
জাতির পিতাকে হারিয়ে দেশ হলো ছন্নছাড়া
আমরা সবাই হলাম দিশেহারা।
নষ্ট হলো চেতনা, নষ্ট হলো মানুষ,
নষ্ট হলো মানবতাবোধ, নষ্ট হলো বিশ্বাস।
জাতির পিতার কষ্ট ও ত্যাগ ভুলে
আমরা বয়ে আনলাম অভিশাপ সকলে,
অন্ধকারে নিমজ্জিত হলাম আমরা
পথহারা মাঝি হলো পাখিরা।
হত্যাকারীরা মিলেমিশে দেশটা ভরল কুশাসনে
স্বাধীনতাবিরোধীরা আশকারা পেল সবখানে,
মুজিব হত্যায় ক্ষতি হলো রক্তস্নাত বাংলায়
হায়রে অভাগা জাতি কাঁদ এখন বসে সবায়।