সালমান এফ. মানে দরবেশ সা’ব,
ব্যাংকিং- পুঁজিখাত শতভাগ পাপ।
কী এমন উপদেশ নেত্রীকে দিয়ে
লুটেছেন দেশটিকে ইনিয়ে বিনিয়ে।
জালালেন, পালালেন নেত্রী-তো শেষে,
নিজেও পালাতে চান মাঝিদের বেশে।
দাড়ি কেটে দরবেশ, লুঙ্গিতে দেহ--
নদীপথে পাড়ি যেন নেই-- সন্দেহ।
বিপ্লবী ছাত্ররা-- পথ-পাহারায়,
কেউতো এলো না পাশে সেবা-সাহারায়।
আইনের উজির যে আনিসুল হক
সেই ছিলো সাথী হয়ে-- এঁকে দিলো ছক।
সাদা দাড়ি, পান্জাবি সব ছেড়ে-ছুড়ে,
রাতের আঁধারে জুটি যেতে চায় দুরে।
‘নৌকা’ প্রতীক' প্রিয়, নৌকাতে পাড়ি,
কে জানিতো-- নৌ সেনা পেতে আছে আড়ি।
এবার জেলের ভাত, চরকাটা কাটো
দশ দিন সাধু-বেশ, একদিনে খাটো।
সকালে আমির আর সাঁঝেই ফকির,
হাতকড়া পরা রাত-- মেঝে বা চকির।
ব্যাংকিং- পুঁজিখাত শতভাগ পাপ।
কী এমন উপদেশ নেত্রীকে দিয়ে
লুটেছেন দেশটিকে ইনিয়ে বিনিয়ে।
জালালেন, পালালেন নেত্রী-তো শেষে,
নিজেও পালাতে চান মাঝিদের বেশে।
দাড়ি কেটে দরবেশ, লুঙ্গিতে দেহ--
নদীপথে পাড়ি যেন নেই-- সন্দেহ।
বিপ্লবী ছাত্ররা-- পথ-পাহারায়,
কেউতো এলো না পাশে সেবা-সাহারায়।
আইনের উজির যে আনিসুল হক
সেই ছিলো সাথী হয়ে-- এঁকে দিলো ছক।
সাদা দাড়ি, পান্জাবি সব ছেড়ে-ছুড়ে,
রাতের আঁধারে জুটি যেতে চায় দুরে।
‘নৌকা’ প্রতীক' প্রিয়, নৌকাতে পাড়ি,
কে জানিতো-- নৌ সেনা পেতে আছে আড়ি।
এবার জেলের ভাত, চরকাটা কাটো
দশ দিন সাধু-বেশ, একদিনে খাটো।
সকালে আমির আর সাঁঝেই ফকির,
হাতকড়া পরা রাত-- মেঝে বা চকির।