বিএসইসির চেয়ারম্যান শিবলীর পদত্যাগ

প্রকাশ : ১১ অগাস্ট ২০২৪, ০১:২৫ , অনলাইন ভার্সন
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

শনিবার (১০ আগস্ট) তিনি ইমেইলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক শিবলী বিএসইসির চেয়ারম্যান হিসেবে প্রথম নিয়োগ দেওয়া হয় ২০২০ সালের মে মাসে। এরপর গত এপ্রিলে তার নিয়োগের মেয়াদ আরও চার বছর বাড়ানো হয়।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041