নিউইয়র্কে নগরবাউল খ্যাত জেমসের এ বছরের শেষ লাইভ ইন কনসার্ট আগামী ২৩ জুলাই নিউইয়র্কে জেমসের বছরের শেষ কনসার্ট ২৩ জুলাই রোববার জ্যামাইকার অ্যামাজুরা হলে অনুষ্ঠিত হবে। প্রবাসীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শোটাইম মিউজিক বিশেষ এই কনসার্টের আয়োজন করেছে।
গত প্রায় এক মাসজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্ট করছেন জেমস। প্রতিটি কনসার্টে দর্শকদের মাতিয়ে রাখছেন তিনি। গত ৪ জুন রোববার নিউইয়র্কের অ্যামাজুরা হলে অনুষ্ঠিত কনসার্টে ভক্তদের তিলধারণের ঠাঁই ছিল না। পরবর্তীতে গত ২৫ জুন রোববার রাতে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে গান পরিবেশন করেন জেমস। কিন্তু ভক্তদের তৃষ্ণা যেন মিটছেই না। আর এ কারণে শোটাইম মিউজিক নিউইয়র্কে আবারো জেমসের কনসার্টের আয়োজন করেছেন।
আলমগীর খান আলম জানান, নিউইয়র্কে নগরবাউল খ্যাত জেমসের এ বছরের শেষ কনসার্ট হবে এটি। কনসার্টে ভক্তদের মাতিয়ে রাখবেন জেমস নিঃসন্দেহে।
তিনি জানান, কনসার্টে প্রবেশ মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৩০, ৫০, ১০০ ও ২০০ ডলার।
গত প্রায় এক মাসজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্ট করছেন জেমস। প্রতিটি কনসার্টে দর্শকদের মাতিয়ে রাখছেন তিনি। গত ৪ জুন রোববার নিউইয়র্কের অ্যামাজুরা হলে অনুষ্ঠিত কনসার্টে ভক্তদের তিলধারণের ঠাঁই ছিল না। পরবর্তীতে গত ২৫ জুন রোববার রাতে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে গান পরিবেশন করেন জেমস। কিন্তু ভক্তদের তৃষ্ণা যেন মিটছেই না। আর এ কারণে শোটাইম মিউজিক নিউইয়র্কে আবারো জেমসের কনসার্টের আয়োজন করেছেন।
আলমগীর খান আলম জানান, নিউইয়র্কে নগরবাউল খ্যাত জেমসের এ বছরের শেষ কনসার্ট হবে এটি। কনসার্টে ভক্তদের মাতিয়ে রাখবেন জেমস নিঃসন্দেহে।
তিনি জানান, কনসার্টে প্রবেশ মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৩০, ৫০, ১০০ ও ২০০ ডলার।