
হাতে হাত রেখে বসি কিছুকাল
যত দিন বৃষ্টি না ফুরায়
যতকাল দেখে চোখ না জুড়ায়।
মুখোমুখি বসি কিছুকাল
হৃদয়ের কপাট যতই হোক মেলা
সব কথা তো যায় না বলা।
থাকো আরও কিছুকাল
প্রিয় ঋতু বর্ষার আগমনে
হৃদয় ভরিয়ে দেব নিবেদনে।
যত দিন বৃষ্টি না ফুরায়
যতকাল দেখে চোখ না জুড়ায়।
মুখোমুখি বসি কিছুকাল
হৃদয়ের কপাট যতই হোক মেলা
সব কথা তো যায় না বলা।
থাকো আরও কিছুকাল
প্রিয় ঋতু বর্ষার আগমনে
হৃদয় ভরিয়ে দেব নিবেদনে।