নানান সমীকরণ শেষে অবশেষে বর্তমান সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীই বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন। ফলে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন সেলিম-আলী প্যানেলের সঙ্গে প্রতিতদ্বন্দ্বিতায় নামছেন রুহুল-জাহিদ প্যানেল। এতদিন এই প্যানেলে কে সভাপতি হবেন তা নিয়ে নানান সমীকরণ চলে আসছিল।
বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টুকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে চূড়ান্ত করার পর সভাপতি প্রার্থী পাওয়া কঠিন হয়ে পড়েছিল। অনেকে যোগ্য হলেও আঞ্চলিক সমীকরণ মিলছিল না। বর্তমান সভাপতি মো. রব মিয়া পুনরায় নির্বাচন করতে আগ্রহী হলেও জাহিদ মিন্টু একই অঞ্চলের লোক হওয়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে তাকে দূরে থাকতে হচ্ছে। গঠনতন্ত্রে বিধিনিষেধ থাকায় বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীও একই পদে দুই বারের বেশী নির্বাচন করতে পারবেন না। ফলে জাহিদ মিন্টুর সঙ্গে সভাপতি হিসাবে কে প্রার্থী হচ্ছেন তার জন্য অপেক্ষা করতে হয়েছে এতদিন। অবশেষে রুহুল আমিন সিদ্দিকীকে সভাপতি প্রার্থী ঘোষণা করা হলো। যদিও কিছুদিন প্রয়াত সভাপতি কামাল আহমেদের মেয়ে রুমানা আহমেদের নাম এসেছিল। কিন্তু তিনি রাজি হননি বলে জানা গেছে। তবে একটি সূত্র জানিয়েছে, কোনো অভিজ্ঞতা ছাড়া সরাসরি সভাপতি প্রার্থী হওয়ার ব্যাপারে মুরুব্বিদের সমর্থন পাননি রুমানা।
আগামী অক্টোবরে বাংলাদেশ সোসাইটির নির্বাচন। ভোটার তালিকা হস্তান্তর হলেই শিগগির ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হয়েছেন অ্যাডভোকেট জামাল আহমেদ জনি। কমিশনের সদস্যরা হলেন মোহাম্মদ এ হাকিম মিয়া, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ এ মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রাহমান বাদল ও আহবাব চৌধুরী খোকন।
বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টুকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে চূড়ান্ত করার পর সভাপতি প্রার্থী পাওয়া কঠিন হয়ে পড়েছিল। অনেকে যোগ্য হলেও আঞ্চলিক সমীকরণ মিলছিল না। বর্তমান সভাপতি মো. রব মিয়া পুনরায় নির্বাচন করতে আগ্রহী হলেও জাহিদ মিন্টু একই অঞ্চলের লোক হওয়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে তাকে দূরে থাকতে হচ্ছে। গঠনতন্ত্রে বিধিনিষেধ থাকায় বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীও একই পদে দুই বারের বেশী নির্বাচন করতে পারবেন না। ফলে জাহিদ মিন্টুর সঙ্গে সভাপতি হিসাবে কে প্রার্থী হচ্ছেন তার জন্য অপেক্ষা করতে হয়েছে এতদিন। অবশেষে রুহুল আমিন সিদ্দিকীকে সভাপতি প্রার্থী ঘোষণা করা হলো। যদিও কিছুদিন প্রয়াত সভাপতি কামাল আহমেদের মেয়ে রুমানা আহমেদের নাম এসেছিল। কিন্তু তিনি রাজি হননি বলে জানা গেছে। তবে একটি সূত্র জানিয়েছে, কোনো অভিজ্ঞতা ছাড়া সরাসরি সভাপতি প্রার্থী হওয়ার ব্যাপারে মুরুব্বিদের সমর্থন পাননি রুমানা।
আগামী অক্টোবরে বাংলাদেশ সোসাইটির নির্বাচন। ভোটার তালিকা হস্তান্তর হলেই শিগগির ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হয়েছেন অ্যাডভোকেট জামাল আহমেদ জনি। কমিশনের সদস্যরা হলেন মোহাম্মদ এ হাকিম মিয়া, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ এ মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রাহমান বাদল ও আহবাব চৌধুরী খোকন।