কক্সবাজারে পৃথক ২ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ১৮:৪৮ , অনলাইন ভার্সন
কক্সবাজারে পৃথক দুটি হত্যা মামলায় দীর্ঘ তিন দশকের বিচার প্রক্রিয়া শেষে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৩০ জুলাই (মঙ্গলবার) দুপুরে জেলার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোশারফ হোসেন এই আদেশ দেন।

রায় ঘোষণার সময় মামলার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রামুর ভারুয়াখালী এলাকার শেরে ফরহাদ, মহেশখালী উপজেলার মাতারবাড়ি আবুল মোনাফ, করিম দাদ ও শামসুল আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শওকত বেলাল। তিনি বলেন, সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক এ রায়ের আদেশ দিয়েছেন। মহেশখালীর মামলায় পাঁচ আসামির দুজন এবং রামুর মামলায় একজনের মৃত্যু হওয়ায় তাদের এ মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।

এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বটতলী বাজারে ডাকাত শেরে ফরহাদের নেতৃত্বে ছুরিকাঘাতে হত্যা করা হয় ভারুয়াখালীর খোরশেদ আলম বাবুলকে। পরে বাবুলর বাবা বাদী হয়ে রামু থানায় মামলা করেন। ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

অপরদিকে ১৯৯৪ সালের ৪ মার্চ মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাইজপাড়া এলাকায় আব্দুল মুনাফ, করিম দার ও সামসুল আলমের নেতৃত্বে পাঁচ থেকে ছয়জন রব্বত আলী নামে একজনকে গুলি করে হত্যা করেন। পরে স্বজনরা বাদী হয়ে হত্যাকারীদের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেন। সে মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078