দলিলুর রহমান
দুঃসংবাদ ধেয়ে আসে ডাকপিয়নের ঝুলিতে
হঠাৎ আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো
দুঃসংবাদ ধেয়ে আসেÑসাইক্লোন যেমন
শান্ত শীতল শ্যামল বনে ধ্বংসের ডাক।
লুকিয়ে থাকা বিষবোমা
ফলের ভেতরে বিষাক্ত পোকার বাসা
জটিল জটাজাল ছড়িয়ে পড়ে
যেখানে অফুরন্ত সুখেরই প্রতিশ্রুতি দিয়েছিল প্রকৃতি
লিকুইড ক্রিস্টালের পর্দায় ভেসে ওঠে ছবি
নকহীন দাঁতহীন উদ্ধত নীরব দৈত্য
যন্ত্রের শব্দের আলোর তরঙ্গ সংকেতে
অস্থিমজা রক্তের ঢেউয়ের বিদ্যুৎ তরঙ্গে
দুঃসংবাদ ধেয়ে আসে ভয়ের বিভীষিকার।
সংগ্রামী! অতন্দ্র প্রহরী
ঝড়ঝঞ্ঝায় মহাসমুদ্রের নাবিক
দুঃখ আঘাতে অনড়
জীবনযুদ্ধে রত জীবনের আশায়
হঠাৎ তার কাছে হুতুম প্যাঁচার নিশি ডাকের মতো
অশুভ প্রতিধ্বনি ধেয়ে আসে
হেমন্তের বাতাসে ঝরা পাতার মতো
অশুভ প্রতিধ্বনি ধেয়ে আসে।
যেমন হেমন্তের বাতাসে ঝরা পাতা
হাসপাতালের বেডে পড়ে থাকে
যেন পরিত্যক্ত কবিতার খাতা।
রসায়ন বিষক্রিয়ায় এগিয়ে আসে অন্ধকার
অক্সিজেনের নল ছুরি কাঁচি গজ তুলো
গভীর রাতের দমকা হাওয়া
উড়িয়ে নেয় কবিতার শব্দাবলি।
এখন ঝাঁজালো কোমায়; ছেঁটে ফেলে বাড়ন্ত সেলগুলো
সকালের কাঁচা রোদে আহত হরিণীর মতো
হেঁটে যায় আলেয়া চৌধুরী
ক্রমশ উঁচু পাহাড়ের দিকে।
দুঃসংবাদ ধেয়ে আসে ডাকপিয়নের ঝুলিতে
হঠাৎ আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো
দুঃসংবাদ ধেয়ে আসেÑসাইক্লোন যেমন
শান্ত শীতল শ্যামল বনে ধ্বংসের ডাক।
লুকিয়ে থাকা বিষবোমা
ফলের ভেতরে বিষাক্ত পোকার বাসা
জটিল জটাজাল ছড়িয়ে পড়ে
যেখানে অফুরন্ত সুখেরই প্রতিশ্রুতি দিয়েছিল প্রকৃতি
লিকুইড ক্রিস্টালের পর্দায় ভেসে ওঠে ছবি
নকহীন দাঁতহীন উদ্ধত নীরব দৈত্য
যন্ত্রের শব্দের আলোর তরঙ্গ সংকেতে
অস্থিমজা রক্তের ঢেউয়ের বিদ্যুৎ তরঙ্গে
দুঃসংবাদ ধেয়ে আসে ভয়ের বিভীষিকার।
সংগ্রামী! অতন্দ্র প্রহরী
ঝড়ঝঞ্ঝায় মহাসমুদ্রের নাবিক
দুঃখ আঘাতে অনড়
জীবনযুদ্ধে রত জীবনের আশায়
হঠাৎ তার কাছে হুতুম প্যাঁচার নিশি ডাকের মতো
অশুভ প্রতিধ্বনি ধেয়ে আসে
হেমন্তের বাতাসে ঝরা পাতার মতো
অশুভ প্রতিধ্বনি ধেয়ে আসে।
যেমন হেমন্তের বাতাসে ঝরা পাতা
হাসপাতালের বেডে পড়ে থাকে
যেন পরিত্যক্ত কবিতার খাতা।
রসায়ন বিষক্রিয়ায় এগিয়ে আসে অন্ধকার
অক্সিজেনের নল ছুরি কাঁচি গজ তুলো
গভীর রাতের দমকা হাওয়া
উড়িয়ে নেয় কবিতার শব্দাবলি।
এখন ঝাঁজালো কোমায়; ছেঁটে ফেলে বাড়ন্ত সেলগুলো
সকালের কাঁচা রোদে আহত হরিণীর মতো
হেঁটে যায় আলেয়া চৌধুরী
ক্রমশ উঁচু পাহাড়ের দিকে।