লাবলু কাজী
ঝিরঝির বাতাস বহে
পাতা নড়ে বৃষ্টি ঝরে
মনের পাতা ভিজে
অশ্রু বহিয়া বহিয়া পড়ে
স্মৃতির বীণায় বাজে
টুংটাং শব্দে মনে ভিড় করে।
কাঁদিতে না পারি আজ
হৃদয় ভারী ব্যথায় ব্যথিত মনের মন্দিরা
মন আঁখি দূর আটলান্টিক পাড়
শুধু পানি আর পানির ধারা
ঝাঁপসা তোমার ছবি ভাসে বারবার
অথই সাগরের গহিনোতলে
সব শেষ লন্ডভন্ডে টাইটান।
শরীর-মন ছারখার
নিঃশ্বাস বন্ধে সমতল বুক
কচু পাতার পানি নির্গমনে আঁধার
আত্মা সে তো একটা, পালাল অজানা গাঁয়
আর তোমায় দেখা হলো না প্রিয়া...
জানাই শেষবার বিদায়বেলার নমস্কার।
ঝিরঝির বাতাস বহে
পাতা নড়ে বৃষ্টি ঝরে
মনের পাতা ভিজে
অশ্রু বহিয়া বহিয়া পড়ে
স্মৃতির বীণায় বাজে
টুংটাং শব্দে মনে ভিড় করে।
কাঁদিতে না পারি আজ
হৃদয় ভারী ব্যথায় ব্যথিত মনের মন্দিরা
মন আঁখি দূর আটলান্টিক পাড়
শুধু পানি আর পানির ধারা
ঝাঁপসা তোমার ছবি ভাসে বারবার
অথই সাগরের গহিনোতলে
সব শেষ লন্ডভন্ডে টাইটান।
শরীর-মন ছারখার
নিঃশ্বাস বন্ধে সমতল বুক
কচু পাতার পানি নির্গমনে আঁধার
আত্মা সে তো একটা, পালাল অজানা গাঁয়
আর তোমায় দেখা হলো না প্রিয়া...
জানাই শেষবার বিদায়বেলার নমস্কার।