হাফিজুর রহমান
আমি জানি, তুমি একদিন ভুলে যাবে আমাকে!
মনে রেখে, কোনো লাভ হবে নাÑবলেই ভুলে যাবে।
প্রয়োজনের বাইরে অপচয় করবে না সময়
এটাই স্বাভাবিক; অস্বাভাবিক হলো
কোনো এক সময়েÑতোমারই কাছে এই আমি,
অপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হওয়া!
প্রয়োজনীয় দীর্ঘ সময়ের সুখকর সকল কীর্তি
একমুহূর্তের অপ্রয়োজনে হবে পরাস্ত।
ভুলে যাওয়াটা যদি ভালো থাকার হয়, ভুলে যেয়ো;
মনে করার চেষ্টা করে কখনো হতাশ হয়ো না।
এ না হলে নিরাশ হবে তুমি নির্ঘাত
ওই আমার মাঝে, এই আমাকে খুঁজে না-পেয়ে।
আমি জানি, তুমি একদিন ভুলে যাবে আমাকে!
মনে রেখে, কোনো লাভ হবে নাÑবলেই ভুলে যাবে।
প্রয়োজনের বাইরে অপচয় করবে না সময়
এটাই স্বাভাবিক; অস্বাভাবিক হলো
কোনো এক সময়েÑতোমারই কাছে এই আমি,
অপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হওয়া!
প্রয়োজনীয় দীর্ঘ সময়ের সুখকর সকল কীর্তি
একমুহূর্তের অপ্রয়োজনে হবে পরাস্ত।
ভুলে যাওয়াটা যদি ভালো থাকার হয়, ভুলে যেয়ো;
মনে করার চেষ্টা করে কখনো হতাশ হয়ো না।
এ না হলে নিরাশ হবে তুমি নির্ঘাত
ওই আমার মাঝে, এই আমাকে খুঁজে না-পেয়ে।