
মেধাবীর ভাগ্যটা
কারা কারা গ্রাস করে
কতটুকু সাজা হবে
প্রশ্ন যে ফাঁস করে??
উঁচু উঁচু বংশের
আহা কী যে সুর-বাণী
তেইশ লাখে কারা দেয়
ছাগলের কুরবানি??
রাজকোষ লুটে কারা
কারা দেবে পাহারা
কোটি টাকা দিয়ে বলো
গরু কিনে কাহারা??
কোলকাতা গিয়ে কেন
শেষ হলো পথ তার
নেপথ্যে কী কী ছিল
আনারের হত্যার??
পুলিশের বৌ নিয়ে
কত গুনগুন হলো
কবে বলো জানা যাবে
মিতু কেন খুন হলো??
জলির তদন্ত নিয়ে
জানা চাই দুই সাইড
ভার্সিটি শিক্ষক
কেন করে সুইসাইড??
তনুটাকে মারল কে
সেটা জানা যাবে কি
বুকভাঙা পিতামাতা
সুবিচার পাবে কি??
বিনা দোষে জেলে পচে
দারোয়ান মালীরা
ফিরে আর আসবে কি
ইলিয়াস আলীরা??
তোমরা কি ভুলে গেছো
সাগর আর রুনী কে
কখনো কি জানা যাবে
দুজনের খুনি কে??
ক্ষমতার পাশে কে কে
ঘোরাঘুরি করেছিল
ক্রেস্টের সোনাগুলো
কারা চুরি করেছিল??
দুই পায়ে গুলি খাওয়া
লিমনের কেসটা
তোমাদের জানা আছে
কী যে হলো শেষটা??
ধামাচাপা পড়ে সব
ইতি হয়ে যাবে কি
দগদগে ক্ষতগুলো
স্মৃতি হয়ে যাবে কি??
কারা কারা গ্রাস করে
কতটুকু সাজা হবে
প্রশ্ন যে ফাঁস করে??
উঁচু উঁচু বংশের
আহা কী যে সুর-বাণী
তেইশ লাখে কারা দেয়
ছাগলের কুরবানি??
রাজকোষ লুটে কারা
কারা দেবে পাহারা
কোটি টাকা দিয়ে বলো
গরু কিনে কাহারা??
কোলকাতা গিয়ে কেন
শেষ হলো পথ তার
নেপথ্যে কী কী ছিল
আনারের হত্যার??
পুলিশের বৌ নিয়ে
কত গুনগুন হলো
কবে বলো জানা যাবে
মিতু কেন খুন হলো??
জলির তদন্ত নিয়ে
জানা চাই দুই সাইড
ভার্সিটি শিক্ষক
কেন করে সুইসাইড??
তনুটাকে মারল কে
সেটা জানা যাবে কি
বুকভাঙা পিতামাতা
সুবিচার পাবে কি??
বিনা দোষে জেলে পচে
দারোয়ান মালীরা
ফিরে আর আসবে কি
ইলিয়াস আলীরা??
তোমরা কি ভুলে গেছো
সাগর আর রুনী কে
কখনো কি জানা যাবে
দুজনের খুনি কে??
ক্ষমতার পাশে কে কে
ঘোরাঘুরি করেছিল
ক্রেস্টের সোনাগুলো
কারা চুরি করেছিল??
দুই পায়ে গুলি খাওয়া
লিমনের কেসটা
তোমাদের জানা আছে
কী যে হলো শেষটা??
ধামাচাপা পড়ে সব
ইতি হয়ে যাবে কি
দগদগে ক্ষতগুলো
স্মৃতি হয়ে যাবে কি??