
পরশুরামের কুঠারসম কঠিন ঐ হৃদয়
বজ্রগম্ভীর বক্তব্যের মাঝে হয়ে যাই ম্রিয়মাণ,
আপাদমস্তকজুড়ে ঝংকৃত হয় বিপ্লব ধ্বনি
মনের সন্ধান পেতে নিয়ত থাকি দন্ডায়মান।
বারংবার ব্যর্থ প্রচেষ্টায় আহত হরিণী আমি
একটু স্পর্শ চেয়ে ওষ্ঠযুগল উত্তাল ইউফ্রেটিস,
তবু শক্ত খোলোকে লুকিয়ে রাখো সর্বস্বতা
মুক্তোর সন্ধানে ডুবুরি এ নারী ব্যর্থ অহর্নিশ।
সহসা বিদ্রোহিনীর ঝংকার তুলি স্নিগ্ধ কণ্ঠে
অবহেলায় ধ্বনিত হয় তোমায় ভালোবাসি না,
দেখি গোপন অবরুদ্ধ দ্বার খুলে আসে জোয়ার
প্লাবনে প্লাবনে ভেসে যায় ভীষ্মময় প্রাণের তুলনা।
আগুন ঝরানো অক্ষি তারায় অবিরত বয় ধারা
শুধু বিষাদময় ভালোবাসি না শব্দের উচ্চারণ,
বদলে দেয় আপাদমস্তক গাম্ভীর্যের আড়াল
তবে কি পুরুষ তুমিও কাঁদো পেলে প্রত্যাখ্যান?
বজ্রগম্ভীর বক্তব্যের মাঝে হয়ে যাই ম্রিয়মাণ,
আপাদমস্তকজুড়ে ঝংকৃত হয় বিপ্লব ধ্বনি
মনের সন্ধান পেতে নিয়ত থাকি দন্ডায়মান।
বারংবার ব্যর্থ প্রচেষ্টায় আহত হরিণী আমি
একটু স্পর্শ চেয়ে ওষ্ঠযুগল উত্তাল ইউফ্রেটিস,
তবু শক্ত খোলোকে লুকিয়ে রাখো সর্বস্বতা
মুক্তোর সন্ধানে ডুবুরি এ নারী ব্যর্থ অহর্নিশ।
সহসা বিদ্রোহিনীর ঝংকার তুলি স্নিগ্ধ কণ্ঠে
অবহেলায় ধ্বনিত হয় তোমায় ভালোবাসি না,
দেখি গোপন অবরুদ্ধ দ্বার খুলে আসে জোয়ার
প্লাবনে প্লাবনে ভেসে যায় ভীষ্মময় প্রাণের তুলনা।
আগুন ঝরানো অক্ষি তারায় অবিরত বয় ধারা
শুধু বিষাদময় ভালোবাসি না শব্দের উচ্চারণ,
বদলে দেয় আপাদমস্তক গাম্ভীর্যের আড়াল
তবে কি পুরুষ তুমিও কাঁদো পেলে প্রত্যাখ্যান?