ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিতে দক্ষিণ আফ্রিকা

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১২:২৮ , অনলাইন ভার্সন
দলটা দক্ষিণ আফ্রিকা বলেই আগাম আশা করা যাচ্ছিল না কোনো কিছুই। তীরে এসে কতবারই না তরী ডুবেছে তাদের। প্রোটিয়াদের নামের সঙ্গে এমনি এমনিই তো আর ‘চোকার’ শব্দটি বসেনি! সেটি আরেকবার প্রমাণিত হতে যাচ্ছিল। আরেকটু হলেই যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন ভাঙতে বসেছিল দক্ষিণ আফ্রিকার!

শেষ পর্যন্ত সেটি হয়নি। রোমাঞ্চকর লড়াই উপহার দিয়ে প্রোটিয়ারা অ্যান্টিগায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ডার্কলুইস মেথড নিয়মে ৫ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সঙ্গে সুপার এইটের গ্রুপ-২ থেকে নিশ্চিত করেছে সেমিফাইনাল। সেটিও আবার টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে।

সুপার এইটের প্রথম দুই ম্যাচ জিতলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় বিদায় চোখ রাঙাচ্ছিল প্রোটিয়াদের। ঘরের মাটিতে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণে একই কারণে শেষ চারে খেলতে পারেনি তারা। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খুব কাছে গিয়েও উঠতে পারেনি সেমিফাইনালে। এবারও যেন একই রকম ‘স্ক্রিপ্ট’ লিখতে বসেছিল। কিন্তু মার্কো ইয়ানসেন সেটি হতে দেননি। শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৫ রান। ওবেদ ম্যাককয়কে প্রথম বলেই ছয় মেরে প্রোটিয়াদের নাটকীয় জয়ের সঙ্গে শেষ চারের টিকিটটাও এনে দেন ইয়ানসেন।

আর তাতেই স্থানীয় সময় রাত একটায় অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শকদের মধ্যে নেমে আসে রাজ্যের নীরবতা। এখানেই যে থেমে গেল দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী উইন্ডিজের এবারের অভিযান। এই ম্যাচ জিতলে উইন্ডিজের পয়েন্ট হতো দক্ষিণ আফ্রিকার সমান—৪। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় ক্যারিবীয়রা উঠে যেতে সেমিতে। কিন্তু সেটি করতে পারেনি তারা। সমীকরণ সহজ করে প্রোটিয়ারা হলো গ্রুপ চ্যাম্পিয়ন। গত রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় ব্যবধানে জেতা ইংল্যান্ড হলো গ্রুপ রানার্সআপ।

সোমবার (২৪ জুন) টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে তাবরেজ শামশির ঘূর্ণিতে স্কোরটা বড় করতে পারেনি ক্যারিবীয়রা। ৮ উইকেটে করতে পারে ১৩৫ রান। সর্বোচ্চ ৫২ রান করেন রোস্টন চেজ। ৩৫ রান এসেছে ওপেনার কাইল মেয়ার্সের ব্যাট থেকে। ব্রেন্ডন কিংয়ের বদলি হিসেবে দলে এসে প্রথম ম্যাচ খেলতে নামেন তিনি। সর্বোচ্চ ৩ উইকেট নেন শামসি। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টির মুখে পড়ে প্রোটিয়ারা। ম্যাচ পরিত্যক্ত হলে অবশ্য লাভ হতো তাদের। বৃষ্টির আগে ২ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু লম্বা সময়ের পর আবারও ব্যাটিং শুরু করে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। বৃষ্টি আইনে ম্যাচটি নেমে আসে ১৭ ওভারে। আর প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৩ রান।

সেই রান তাড়া করতে হিমশিম খেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। অধিনায়ক এইডেন মার্করাম (১৮), ত্রিস্তান স্টাবস (২৯), হেনরিখ ক্লাসেন (২২) ও ডেভিড মিলার (৪) বিদায় নিলে বিপদে পড়ে যায় প্রোটিয়ারা। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন চেজ। শেষ দিকে ১২ বলে ১৩ রান দরকার হয়ে পড়ে প্রোটিয়াদের। তখনই আবার কেশব মহারাজকে হারায়। তবে কাগিসো রাবাদাকে নিয়ে জয়ের কাজটি সারেন ইয়ানসেন (২১*)। সেই সঙ্গে ক্যারিবীয়দের নীরবতায় ডুবিয়ে দক্ষিণ আফ্রিকা উঠে যায় সেমিফাইনালে।

ঠিকানা/এনআই
 
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041