
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের অভিযোগ করেছেন, দেশের রাজনীতি জনগণের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে রাজপ্রাসাদে নেওয়া হয়েছে। কী হবে আর কী না হবে - রাজপ্রাসাদেই সব সিদ্ধান্ত হচ্ছে। সব সিলেকশন সেখানেই হচ্ছে।
সোমবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, দেশে বিরাজনীতিকরণের মাধ্যমে নাগরিকদের ভোটকেন্দ্র বিমুখ করে তোলা হয়েছে। দেশের মানুষ প্রতিনিধি নির্বাচন করতে পারছে না, আবার সরকারের সমালোচনাও করতে পারছে না।
নির্বাচনী ব্যবস্থার সমালোচনায় তিনি বলেন, দেশের মালিক যে জনগণ তা অস্বীকার করছে সরকার। জনগণের হাতে কোনো ক্ষমতা নেই। মানুষ ভোট দিতে গেলে ভোট দিতে পারে না। ভোটারদের ভোটে ফলাফল নির্ধারণ হয় না। এ কারণেই দেশের মানুষ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নিবর্তনমূলক নানা আইন-কানুন দিয়ে মানুষের অধিকার হরণ করা হচ্ছে। সরকারের সমালোচনা অধিকার নয়, এটি কর্তব্য। দেশের মানুষ এই কর্তব্য থেকেও বঞ্চিত হচ্ছে। নিষ্ঠুর নির্যাতন ও নিবর্তনমূলক আইনের ভয়ে দেশের মানুষ মাঠে নামতে পারে না। মন খুলে তাদের দাবি জানাতে পারে না। এ কারণে দেশের মানুষ সব সময় ভীতসন্ত্রস্ত।
ঠিকানা/এনআই
সোমবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, দেশে বিরাজনীতিকরণের মাধ্যমে নাগরিকদের ভোটকেন্দ্র বিমুখ করে তোলা হয়েছে। দেশের মানুষ প্রতিনিধি নির্বাচন করতে পারছে না, আবার সরকারের সমালোচনাও করতে পারছে না।
নির্বাচনী ব্যবস্থার সমালোচনায় তিনি বলেন, দেশের মালিক যে জনগণ তা অস্বীকার করছে সরকার। জনগণের হাতে কোনো ক্ষমতা নেই। মানুষ ভোট দিতে গেলে ভোট দিতে পারে না। ভোটারদের ভোটে ফলাফল নির্ধারণ হয় না। এ কারণেই দেশের মানুষ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নিবর্তনমূলক নানা আইন-কানুন দিয়ে মানুষের অধিকার হরণ করা হচ্ছে। সরকারের সমালোচনা অধিকার নয়, এটি কর্তব্য। দেশের মানুষ এই কর্তব্য থেকেও বঞ্চিত হচ্ছে। নিষ্ঠুর নির্যাতন ও নিবর্তনমূলক আইনের ভয়ে দেশের মানুষ মাঠে নামতে পারে না। মন খুলে তাদের দাবি জানাতে পারে না। এ কারণে দেশের মানুষ সব সময় ভীতসন্ত্রস্ত।
ঠিকানা/এনআই