
তুমি কেনো প্রকৃতিপ্রেমী?
বানিশান্তার ছোট্ট কুটির, কুপির আলো,
কেনো তোমার এতটা প্রিয়?
পশুর নদীর শান্ত স্রোতধারা বার বার
কেনো হাতছানি দেয় তোমায়?
কেনো তুমি সারেং আর
মাঝির অপেক্ষায় সুখাচ্ছন্ন খোঁজো?
আটলান্টিকের পাড় তোমার
কেনো এতোটা অপ্রিয়?
কোন অভিমানে স্যান্তোসায় তুমি
এলোমেলো ডানা মেলো?
সাফারিতে গা ভাসাও, নিয়ন আলোয়
গন্ধগোঁকুল নিয়ে ছোটো।
ডিঙ্গি নৌকার আলকাতরায় কেনো
জাহাজের মাস্তল খোঁজো?
বালি দ্বীপে নোঙর ফেলে
কেনো মিসিসিপির পথে হাঁটো?
বানিশান্তার ছোট্ট কুটির, কুপির আলো,
কেনো তোমার এতটা প্রিয়?
পশুর নদীর শান্ত স্রোতধারা বার বার
কেনো হাতছানি দেয় তোমায়?
কেনো তুমি সারেং আর
মাঝির অপেক্ষায় সুখাচ্ছন্ন খোঁজো?
আটলান্টিকের পাড় তোমার
কেনো এতোটা অপ্রিয়?
কোন অভিমানে স্যান্তোসায় তুমি
এলোমেলো ডানা মেলো?
সাফারিতে গা ভাসাও, নিয়ন আলোয়
গন্ধগোঁকুল নিয়ে ছোটো।
ডিঙ্গি নৌকার আলকাতরায় কেনো
জাহাজের মাস্তল খোঁজো?
বালি দ্বীপে নোঙর ফেলে
কেনো মিসিসিপির পথে হাঁটো?