গৌরবের ৭৫ বছর যুক্তরাষ্ট্র আ’লীগের কর্মসূচি ঘোষণা

প্রকাশ : ২০ জুন ২০২৪, ১০:০৫ , অনলাইন ভার্সন
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছরপূর্তি উদযাপন করতে নিউইয়র্কে নানান কর্মসূচি পালিত হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৩ জুন রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শোভাযাত্রা, আলোচনা সভা, প্রয়াত নেতা-কর্মীদের স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১৭ জুন সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এসব তথ্য তুলে ধরেন। 
সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান জানান, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা-এই সত্য যারা এখনো স্বীকার করতে দ্বিধাবোধ করছে, তাদের চিহ্নিত করার উদাত্ত আহবান জানানো হবে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীর প্রতি। এজন্য সামাজিক সচেতনতা বাড়াতে আমরা কাজ শুরু করেছি। এটা হচ্ছে সময়ের দাবি। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছরপূর্তি হচ্ছে আগামী ২৩ জুন রোববার। দিবসটিকে বিশেষ দিন করতে ব্যাপক ও জাঁকজমকভাবে নানা প্রকার আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে ইতিমধ্যে দলের জন্য আগামী দিনের কর্মপন্থা ঠিক করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় পর্যায়ে। খুব জাঁকজমকভাবেই দেশে পালনের সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড। এ নিয়ে সম্প্রতি গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ নিয়ে কর্মকৌশল ঠিক করতে সম্পাদকমন্ডলীকে দায়িত্ব দেন দলীয় প্রধান শেখ হাসিনা। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিষয়ে জানান।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি বলেন, এর আগে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিষয়ে কথা বলেছেন। উপমহাদেশে একটা রাজনৈতিক দল ৭৫ বছর উদযাপন করতে যাচ্ছে, এটা কম কথা নয়। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে 
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিকাল ৫টায় শোভাযাত্রা বের হবে। তা জ্যাকসন হাইটস প্রদক্ষিণের পর ৭৩ স্ট্রিটের একটি পার্টি হলের ভেতরে ও বাইরে নানান কর্মসূচি থাকবে। সর্বস্তরের প্রবাসীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। 
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, লুৎফুল করিম ও মাসুদুল হাসান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রনেল ও তারিকুল হায়দার চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, প্রবাসীকল্যাণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শাহানারা রহমান ও সাইফুল ইসলাম।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অপর অংশের পক্ষ থেকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে ২২ জুন শনিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় ২৩ জুন সকাল)। সেটিও একই পার্টি হলেই হবে বলে ইতিমধ্যেই ঘোষণা দেয়া হয়েছে। সেই কর্মসূচির সমন্বয় করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, উপদেষ্টা ড. প্রদীপ কর এবং অন্যতম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বের বিরোধে একদিন আগে ও পরে অভিন্ন কর্মসূচি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানতে চাইলে সিদ্দিকুর রহমান বলেন, একটি বড় ও প্রধান রাজনৈতিক দলে এ ধরনের সমস্যা থাকতেই পারে। সাংবাদিকদেরও ৩-৪টি ক্লাব আছে। এছাড়াও প্রতিটি সংগঠন বিভক্ত বলে উদাহরণ টানেন তিনি। 
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041