
আমি হাত বাড়িয়ে সাগরকে চেয়েছিলাম
না আসবে না, সে বহু আগেই পাহাড়ের হয়ে গেছে
পাহাড়কে ডাকলাম সে বলল সে তো আকাশের কাছে নিজেকে সঁপেছে।
পাখিকে চাইলাম সে বলল তার সুখ ওড়ে
বৃষ্টিকে ছুঁতে চাইলাম বললো তার সুখ ঝরে
ফুলকে ডাকলাম হেসে বলল শুকিয়েই তো যাব
নিঃসঙ্গতা হেসে বলল কেউ তোর হলো না,
আয় আমি তোর সঙ্গী হই
সেই থেকে আমি আর নিঃসঙ্গতা মিলেমিশে আছি।
না আসবে না, সে বহু আগেই পাহাড়ের হয়ে গেছে
পাহাড়কে ডাকলাম সে বলল সে তো আকাশের কাছে নিজেকে সঁপেছে।
পাখিকে চাইলাম সে বলল তার সুখ ওড়ে
বৃষ্টিকে ছুঁতে চাইলাম বললো তার সুখ ঝরে
ফুলকে ডাকলাম হেসে বলল শুকিয়েই তো যাব
নিঃসঙ্গতা হেসে বলল কেউ তোর হলো না,
আয় আমি তোর সঙ্গী হই
সেই থেকে আমি আর নিঃসঙ্গতা মিলেমিশে আছি।