
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। অবশ্য প্রাথমিকভাবে এই কম্পনের মাত্রা ৭ দশমিক ৪ বলে জানানো হয়েছিল। এদিকে ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
রোববার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করে।
ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩২.৬ কিলোমিটার (২০.৩ মাইল) গভীরতায় আঘাত হেনেছে বলেও জানিয়েছে ইউএসজিএস। যদিও প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ৯.৩ কিলোমিটার বলে জানানো হয়েছিল।
আলাস্কার ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।
এর আগে ২০২১ সালের জুলাই মাসের শেষ দিকে আলাস্কা উপদ্বীপে ৮.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। স্থানীয় সময় রাত ১০টার পর আঘাত হানা ওই ভূমিকম্পের জেরে সে সময়ও সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
তারও আগে ২০২০ সালের অক্টোবর মাসে আলাস্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এর জেরে সুনামির ঘটনা ঘটে। তবে সে সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মূলত প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে আলাস্কায় প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। আলাস্কায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ১৯৬৪ সালের মার্চ মাসে। শক্তিশালী সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৯.২। সেই ভূমিকম্প এবং এর জেরে সৃষ্ট সুনামির আঘাতে সে সময় আড়াই শতাধিক মানুষের প্রাণহানি হয়।
ঠিকানা/এনআই
রোববার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করে।
ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩২.৬ কিলোমিটার (২০.৩ মাইল) গভীরতায় আঘাত হেনেছে বলেও জানিয়েছে ইউএসজিএস। যদিও প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ৯.৩ কিলোমিটার বলে জানানো হয়েছিল।
আলাস্কার ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।
এর আগে ২০২১ সালের জুলাই মাসের শেষ দিকে আলাস্কা উপদ্বীপে ৮.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। স্থানীয় সময় রাত ১০টার পর আঘাত হানা ওই ভূমিকম্পের জেরে সে সময়ও সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
তারও আগে ২০২০ সালের অক্টোবর মাসে আলাস্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এর জেরে সুনামির ঘটনা ঘটে। তবে সে সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মূলত প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে আলাস্কায় প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। আলাস্কায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ১৯৬৪ সালের মার্চ মাসে। শক্তিশালী সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৯.২। সেই ভূমিকম্প এবং এর জেরে সৃষ্ট সুনামির আঘাতে সে সময় আড়াই শতাধিক মানুষের প্রাণহানি হয়।
ঠিকানা/এনআই