
সব খবরের শীর্ষ খবর-- এমপি আনার খুন,
শিলাস্তি নাম-- ‘আনারকলি’, রূপের কী যে গুণ।
বন্ধু করার নীল বাহানা'য় কলকাতাতে টানে,
বাংলাদেশের ঝিনাইদহ, এমপি কি আর জানে
নারীর হাসি গলার ফাঁসি, নেপথ্যে তার ফাঁদ,
সরলমনে ধরতে গেলো ‘আনারকলি’ চাঁদ।
উল্টো নিজেই ধরা খেলো ‘সন্জীবা গার্ডেনে’,
শত্রু-খুনী যোগসাজশে শোয়ালো ঘাড় টেনে।
ক্লোরফরম জ্ঞান কেড়ে নেয়, তার আগে দেয় তথ্য--
প্রবাসবন্ধু শাহীন জামান.. যদিও নেপথ্য
স্বর্ণ-মাদক ব্যবসায়ে যার অংশিদারী আছে,
দুইশো কোটি টাকার দখল! পাঁচ কোটিতে নাচে
খুন-খেলোয়াড় শিমুল ভুঁইয়া, নাম নিয়েছে আমান,
বাম-ঘেঁষা এই রাজনীতি-মুখ দাগিয়ে দিলো কামান।
কলকাতাতে অপারেশন, বাংলাদেশের সঙ্গী
সদলবলে আনার‘কে খুন, নৃশংস রূপ-- জঙ্গী।
বম্বে ছিলো ‘কসাই জিহাদ’, তলব পেয়েই যোগ,
কাটলো গলা, পুরো দেহ, জবাই উপভোগ।
এসেই গেছে কুরবানি ঈদ, ভেসেই গেলো নীতি,
পশুতো নয় এমপি জবাই, কুরবানিময় তিথি।
শরীর থেকে চামড়া ছাড়ায় হাড়ের থেকে মাংস,
টুকরো টুকরো বানায় কিমা, মসলাতে একাংশ,
প্রতিবেশী টের পাবে না, কী সচেতন কর্ম,
ট্রাভেল ব্যাগে বাইরে সরায়, খুনীর কী যে ধর্ম--
লাশের পাশেই মদ খেয়েছে, খাদ্য-যাপন সব,
মৃত্যৃ এবং দেহ গায়েব, সাফল্য উৎসব।
‘আনলাকি দিন’ তেরো মে‘তে আনারকলি‘র ডাক,
মধুমায়ার ছায়ায় ছিলো বিষাক্ত মৌচাক।
বিষ নামাতে ডিবি-পুলিশ, বাংলা-ভারত জোট
ধরলো খুনী, করলো ‘ওপেন’ জটপাকানো ঘোঁট।
লাশ না পেলে মৃত্যুসনদ-- জটিলতার বাঁক,
জানাজা বা সমাধি চায়, শোকার্তদের ডাক।
কন্যা ডরিন কাঁদছে শোকে পোশাক-আশাক কই,
বাবার জামা আংটি জুতো, চাইছি সামান্যই--
মাথার খুলী, হাড্ডি না হোক, মাংস খানিক দাও,
অংশবিশেষ না পেলে তো হয় না জানাজাও।
হায় ক্ষমতা অক্ষমতায়, অসুর কাটে ধড়,
শান্তি মাঝে অশান্ত ঢেউ-- ‘রিমাল ঘূর্ণিঝড়’।
‘আজকে আছি কালকে নাই’-এর বিধিকে নেই মেনে,
মানুষ হয়েই মর্ত্যে থাকি মানুষকে না হেনে।
খুনীরা সব জেল-ঠিকানায় না পায় যদি ক্ষমা,
রাজনীতি ঠিক কঠোর হলেই-- জগৎ তিলোত্তমা।
🔹স্বরবৃত্ত √√ মে ২০২৪
শিলাস্তি নাম-- ‘আনারকলি’, রূপের কী যে গুণ।
বন্ধু করার নীল বাহানা'য় কলকাতাতে টানে,
বাংলাদেশের ঝিনাইদহ, এমপি কি আর জানে
নারীর হাসি গলার ফাঁসি, নেপথ্যে তার ফাঁদ,
সরলমনে ধরতে গেলো ‘আনারকলি’ চাঁদ।
উল্টো নিজেই ধরা খেলো ‘সন্জীবা গার্ডেনে’,
শত্রু-খুনী যোগসাজশে শোয়ালো ঘাড় টেনে।
ক্লোরফরম জ্ঞান কেড়ে নেয়, তার আগে দেয় তথ্য--
প্রবাসবন্ধু শাহীন জামান.. যদিও নেপথ্য
স্বর্ণ-মাদক ব্যবসায়ে যার অংশিদারী আছে,
দুইশো কোটি টাকার দখল! পাঁচ কোটিতে নাচে
খুন-খেলোয়াড় শিমুল ভুঁইয়া, নাম নিয়েছে আমান,
বাম-ঘেঁষা এই রাজনীতি-মুখ দাগিয়ে দিলো কামান।
কলকাতাতে অপারেশন, বাংলাদেশের সঙ্গী
সদলবলে আনার‘কে খুন, নৃশংস রূপ-- জঙ্গী।
বম্বে ছিলো ‘কসাই জিহাদ’, তলব পেয়েই যোগ,
কাটলো গলা, পুরো দেহ, জবাই উপভোগ।
এসেই গেছে কুরবানি ঈদ, ভেসেই গেলো নীতি,
পশুতো নয় এমপি জবাই, কুরবানিময় তিথি।
শরীর থেকে চামড়া ছাড়ায় হাড়ের থেকে মাংস,
টুকরো টুকরো বানায় কিমা, মসলাতে একাংশ,
প্রতিবেশী টের পাবে না, কী সচেতন কর্ম,
ট্রাভেল ব্যাগে বাইরে সরায়, খুনীর কী যে ধর্ম--
লাশের পাশেই মদ খেয়েছে, খাদ্য-যাপন সব,
মৃত্যৃ এবং দেহ গায়েব, সাফল্য উৎসব।
‘আনলাকি দিন’ তেরো মে‘তে আনারকলি‘র ডাক,
মধুমায়ার ছায়ায় ছিলো বিষাক্ত মৌচাক।
বিষ নামাতে ডিবি-পুলিশ, বাংলা-ভারত জোট
ধরলো খুনী, করলো ‘ওপেন’ জটপাকানো ঘোঁট।
লাশ না পেলে মৃত্যুসনদ-- জটিলতার বাঁক,
জানাজা বা সমাধি চায়, শোকার্তদের ডাক।
কন্যা ডরিন কাঁদছে শোকে পোশাক-আশাক কই,
বাবার জামা আংটি জুতো, চাইছি সামান্যই--
মাথার খুলী, হাড্ডি না হোক, মাংস খানিক দাও,
অংশবিশেষ না পেলে তো হয় না জানাজাও।
হায় ক্ষমতা অক্ষমতায়, অসুর কাটে ধড়,
শান্তি মাঝে অশান্ত ঢেউ-- ‘রিমাল ঘূর্ণিঝড়’।
‘আজকে আছি কালকে নাই’-এর বিধিকে নেই মেনে,
মানুষ হয়েই মর্ত্যে থাকি মানুষকে না হেনে।
খুনীরা সব জেল-ঠিকানায় না পায় যদি ক্ষমা,
রাজনীতি ঠিক কঠোর হলেই-- জগৎ তিলোত্তমা।
🔹স্বরবৃত্ত √√ মে ২০২৪