সাবাহ বারীর গ্র্যাজুয়েশন পার্টিতে আনন্দ আর ভালোবাসার জোয়ার

প্রকাশ : ২৩ মে ২০২৪, ১৪:২৯ , অনলাইন ভার্সন
নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, বারী হোম কেয়ারের কর্ণধার আসিফ বারী টুটুলের কন্যা সাবাহ বারী সম্প্রতি স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করায় তাকে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেয়া হয়। লং আইল্যান্ডের ডিক্সিল এলাকার বারী এস্টেটের বিশাল প্রাসাদোপম বাড়ির ব্যাক ইয়ার্ডে গত ১৯ মে দুপুরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসিফ বারী ও মুনমুন বারীর একমাত্র কন্যা সাবাহ বারীর গ্র্যাজুয়েশন সিরিমনি উপলক্ষে আয়োজিত পার্টিতে আমন্ত্রিত ছিলেন নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। এতে প্রধান আকর্ষণ ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। 
মেয়র অ্যাডামস সাবা এবং তার পরিবারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি সাবার সাফল্যের জন্য প্রশংসা করে বলেন, স্কুলে যাওয়া, শিক্ষা গ্রহণ, ব্যবসা শুরু করা এবং এই মহান শহর ও দেশে অবদান রাখা অত্যন্ত গর্বের বিষয়। সাবার এ অসাধারণ সাফল্যের জন্য আমরা সবাই গর্বিত।
তিনি বলেন, কলেজ থেকে স্নাতক হওয়া তরুণদের সংখ্যা বেশি নয়। তাই এ সাফল্য অর্জন করতে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয়। যারা আজ এখানে উপস্থিত আছেন, তাদের সব অভিভাবকদের জানাই শুভেচ্ছা। আমার একমাত্র ছেলেও যখন কলেজ থেকে স্নাতক হয়, তখন আমি খুব গর্বিত হয়েছিলাম। সে সময় কলেজের খরচ বহন করা আমার জন্য কঠিন ছিল, যা তার জন্যও ছিল কঠিন, কিন্তু শেষ পর্যন্ত সে তার গলায় জয়মাল্য পেরেছে। আজ সাবা তাদের সারিতে যোগ দিয়েছেন, যারা ভবিষ্যতে আমাদের দেশের জন্য দারুণ কিছু করবে।
আসেফ বারী টুটুল তার শুভেচ্ছা বক্তব্যে সিটি মেয়র এরিক এ্যাডামস, এ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারসহ আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের জন্যে সবার শুভ কামনা প্রত্যাশা করেন।
মুনমুন বারী মেয়রকে বলেন, আমার হৃদয়ের গভীর থেকে এবং বারী পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করে দেখিয়েছেন এবং আমাদের কমিউনিটি গঠনে যে অনুপ্রেরণা দিয়েছেন, তা সত্যিই আমাদের সম্মানিত করেছে। আমি এ মুহূর্তটি সারাজীবন স্মরণে রাখবো। এটি আমার মেয়ের জন্য, বারী পরিবারের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। 
মিসেস বাবী আরো বলেন, সমস্ত বন্ধু ও পরিবারের সদস্যদের অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের ভালোবাসা ও সমর্থন করেছেন। আপনাদের ছাড়া আমরা আজ এখানে পৌঁছাতে পারতাম না। আপনাদের ভালোবাসা ও অকৃত্রিম সমর্থনই আমাদেরকে এ পর্যায়ে নিয়ে এসেছে। সাবা, আমার ছেলে আদিব এবং মুহির জন্য আপনাদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত রাখবেন বলে আমি বিশ^াস রাখি।
তিনি মেয়র অ্যাডামসকে উদ্দেশ্যে বলেন, আপনাকে আমাদের সংস্কৃতি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রজন্ম হিসেবে আমরা অভিবাসী হয়ে এখানে এসে প্রতিদিন সংগ্রাম করেছি। আপনারা আমাদের সব সময় অনুপ্রাণিত করেছেন। আপনি একজন মহান নেতা এবং আমরা সবসময় আপনাকে সমর্থন করবো এবং আপনার পাশে থাকবো। আমাদের কমিউনিটিকে আপনার প্রয়োজন, আমাদের মানুষদের আপনার প্রয়োজন। আপনাকে আমাদের সবসময় প্রয়োজন। ভবিষ্যতে আমরা আপনাকে ওয়াশিংটন ডিসিতে দেখতে চাই। 
মিসেস বাবী আরো বলেন, প্রতিটি সম্মানিত ভাইবোনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই এই প্রবাসে অত্যন্ত সম্মানিত এবং আমাদের সাথে থাকায় আমরা কৃতজ্ঞ। আমাদের বাড়িটি আজ এত জীবন্ত এবং সুন্দর দেখতে লাগছে, কারণ আপনারা এখানে আছেন। এটি কমিউনিটির অর্থ এবং এটি আমরা এখানে তৈরি করেছি। যখনই আপনারা আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়ি উজ্জ্বল এবং সুন্দর দেখায়। দয়া করে আসতে থাকুন, সমর্থন করতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পার্টিতে উপস্থিত ব্যক্তিবর্গ একে একে সাবাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানকালে সঙ্গীত ও নাচের ঝংকারে সবার চোখেমুখে  আনন্দের ঝিলিক দেখা যায়। সাবাহ’র সহপাঠী ছাড়াও বাবা আসিফ বারী ও মা মুনমুন বারীও মেয়ের সাথে নেচে উঠেন, যা উপস্থিত সবাইকে অভিভূত করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নিউইয়র্ক মেয়রের ছোট ভাই বার্নি এ্যাডামস ও তার স্ত্রী শ্যারন এ্যাডামস, ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার ও নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, ইমিগ্রান্ট এল্ডার  হোম  কেয়ারের কর্ণধার ও জেবিবিএ’র প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, বিশিষ্ট সঙ্গীতশিল্পী বেবী নাজনীন, কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, রিয়েলেটর জান ফাইম, মর্টগেজ ব্যাংকার সিনিয়র লোন অফিসার এম কামাল সিপিএ, জেবিবিএ’র সেক্রেটারি ও ফাউমা ইনোভেটিভের কর্ণধার ফাহাদ সোলায়মান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাফেল তালুকদার, সাবেক প্রেসিডেন্ট আতোয়ারুল আলম, বগুড়া সমিতির প্রেসিডেন্ট মোহাব্বত আকন্দ, ডা. বর্ণালী হাসান, ডা. রুমানা সবুর, অ্যাটর্নি আতিক সবুর, ড্রামা সার্কেলের প্রেসিডেন্ট আবির আলমগীর, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাসির আলী খান পল, সাবেক সংসদ সদস্য রাজ ভান্ডারী, লায়ন্স ক্লাবের গভর্নর (ইলেক্ট) টেরি পালাদিনি, স্ট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট কাজী নয়ন, ব্রঙ্কস লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, সাফক ইসলামিক সেন্টারের বোর্ড অফ ট্রাস্ট্রির চেয়ারম্যান আশরাফুল তালুকদার, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল ইসলাম খোকন, বাংলাদেশ থেকে আগত আওয়ামী লীগ নেতা এএফএম আহকাম উল্ল্যাল আমাল, রংপুর জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর রহমান, কুইন্স প্যালেসের সত্ত্বাধিকারী সৈয়দ মুসতাকিন প্রমুখ।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041