শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৪:১৯ , অনলাইন ভার্সন
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ১৭ মে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এ সময় শেখ হাসিনা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। এরপর অনেক চড়াই-উতরাই পেরিয়ে দীর্ঘ নির্বাসন-জীবন শেষে ১৯৮১ সালের ১৭ মে বিকাল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে ফিরে আসেন।

দিবসটি উপলক্ষে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দিনটিকে ঘিরে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য মাইলফলক। তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি, বলিষ্ঠ নেতৃত্ব ও জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ এগিয়ে যাচ্ছে।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল নয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগের নেতারা। বিকাল সাড়ে তিনটায় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রয়েছে আলোচনা সভা। এ ছাড়া বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল নয়টায় মিরপুর পর্বতার সেনপাড়ায় ব্যাপ্টিস্ট চার্চে, ১০টায় বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধবিহারে এবং সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রয়েছে প্রার্থনা সভা।

এ ছাড়া আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডস্থ এতিমখানা, সোবহানবাগ মসজিদ সংলগ্ন এতিমখানা, বাড্ডা বেরাইদ রহিম উল্লাহ এতিমখানায় এতিম অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হবে আজ। একই সঙ্গে সিলেট হজরত শাহজালাল (র)-এর মাজার সংলগ্ন এতিমখানা এবং চট্টগ্রাম হযরত শাহ্ আমানত (রহ)-এর মাজার সংলগ্ন এতিমখানা ও গরীব উল্লাহ শাহ (রহ)-এর মাজার সংলগ্ন এতিমখানায় খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041