ঢাকা শহরের গণপরিবহন নিয়ে ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এমন লক্কর-ঝক্কর ও রংচটা গাড়ি পৃথিবীর অন্য কোনো দেশে নেই।
আজ ১৫ মে (বুধবার) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের শহরগুলোতে আধুনিক গণপরিবহন চলাচল করলেও আমাদের রাজধানীতে লক্কর-ঝক্কার ও রংচটা গাড়ি চলে। এগুলোর দিকে তাকানো যায় না।’ এগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কিছু পদক্ষেপ নিতে হবে। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে সড়ক দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব।’
ঠিকানা/এসআর
আজ ১৫ মে (বুধবার) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের শহরগুলোতে আধুনিক গণপরিবহন চলাচল করলেও আমাদের রাজধানীতে লক্কর-ঝক্কার ও রংচটা গাড়ি চলে। এগুলোর দিকে তাকানো যায় না।’ এগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কিছু পদক্ষেপ নিতে হবে। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে সড়ক দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব।’
ঠিকানা/এসআর