নারীদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে তৈরি করতে হবে : প্রধানমন্ত্রী  

প্রকাশ : ১৫ মে ২০২৪, ১৪:২৬ , অনলাইন ভার্সন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে, তাদেরকে পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে তৈরি করতে হবে।’

জাতিসংঘের জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের তিন দশক পূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আজ ১৫ মে (বুধবার) জনসংখ্যার বৈচিত্র এবং টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সরকারপ্রধান।

রোহিঙ্গা ও ফিলিস্তিনে নারী-শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই।’  

জাতিসংঘের তহবিল এবং কর্মসূচি বিষয়ক সংস্থার (ইউএনএফপি) সঙ্গে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ, জাপান ও বুলগেরিয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘আমাদের সরকার বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করে যাচ্ছে। আর তা পূরণে প্রাথমকি ধাপ হিসেবে শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার জন্য সরকার কাজ করছে।’

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078