ঢাকার সংগীতজগত আর স্টুডিওকেন্দ্রিক লোকজনের কাছে পুরোনো নাম মেলোডি অ্যান্ড কো.। সংগীতকেন্দ্রিক এই নামের সঙ্গে এবার যুক্ত হয়েছে জার্মান অডিও ব্র্যান্ড জেনহাইজার এবং নিউম্যান বার্লিন।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই পার্টনারশিপের ঘোষণা দেয় জেনহাইজার ও মেলোডি। এর আওতায় মেলোডি অ্যান্ড কো. মিউজিক স্টোরে জেনহাইজার প্রিমিয়াম প্রো-অডিও সলিউশন্স ও পণ্য থেকে শুরু করে তারযুক্ত ও তারবিহীন মাইক্রোফোন, প্রো হেডফোন, নিউম্যান মনিটর, নিউম্যান মাইক্রোফোন ও ইন্টারফেইসের মতো পণ্য পাওয়া যাবে। জার্মান এই নামটি অনেকের কাছেই সেনহাইজার নামে পরিচিত।
এ উপলক্ষ্যে দুই জার্মান ব্যান্ডের প্রিমিয়াম প্রো-অডিও সলিউশনস সংশ্লিষ্ট পণ্যের ছোট একটি প্রদর্শনীও আয়োজন করে মেলোডি।
বাংলাদেশি মার্কেটে অবস্থান আরও দৃঢ় করতে শীঘ্রই ঢাকায় জেনহাইজারের একটি নতুন সার্ভিস সেন্টার চালুর ঘোষণা দেন জেনহাইজার ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার ও ডাইরেক্টর- সেলস প্রো অডিও ভিপিন পুঙ্গালিয়া।
এই পার্টনারশিপ সম্পর্কে তিনি বলেন, ‘এর মাধ্যমে আমাদের গ্রাহকরা আমাদের প্রো-অডিও সলিউশনগুলো ব্যবহারের সুযোগ পাবে। মেলোডি অ্যান্ড কো. এর সাথে পার্টনারশিপের মাধ্যমে আমরা ঢাকার গ্রাহকদের কাছে আমাদের পণ্যগুলো পৌঁছে দিতে পারবো বলে আমি আশাবাদী।’
মেলোডি অ্যান্ড কো’র ম্যানেজিং পার্টনার সম্রাট সরকার বলেন, ‘এই পার্টনারশিপ দেশের শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের অবস্থানকে আরও দৃঢ় করবে বলে আমি বিশ্বাসী।’
জেনহাইজার ইন্ডিয়ার প্রফেশনাল সেগমেন্টের বিজনেস হেড প্রশ্নোত্তর পর্বে বলেন, ‘বাংলাদেশে রেডিও, টেলিভিশন চ্যানেল ও রেকর্ডিং স্টুডিওর মতো পেশাদার কাজে আমাদের পণ্য এরইমধ্যে ব্যবহৃত হচ্ছে। এই পার্টনারশিপের মাধ্যমে পেশাদারদের আমরা সরাসরি সেবা দিতে পারব।’
ঠিকানা/এসআর
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই পার্টনারশিপের ঘোষণা দেয় জেনহাইজার ও মেলোডি। এর আওতায় মেলোডি অ্যান্ড কো. মিউজিক স্টোরে জেনহাইজার প্রিমিয়াম প্রো-অডিও সলিউশন্স ও পণ্য থেকে শুরু করে তারযুক্ত ও তারবিহীন মাইক্রোফোন, প্রো হেডফোন, নিউম্যান মনিটর, নিউম্যান মাইক্রোফোন ও ইন্টারফেইসের মতো পণ্য পাওয়া যাবে। জার্মান এই নামটি অনেকের কাছেই সেনহাইজার নামে পরিচিত।
এ উপলক্ষ্যে দুই জার্মান ব্যান্ডের প্রিমিয়াম প্রো-অডিও সলিউশনস সংশ্লিষ্ট পণ্যের ছোট একটি প্রদর্শনীও আয়োজন করে মেলোডি।
বাংলাদেশি মার্কেটে অবস্থান আরও দৃঢ় করতে শীঘ্রই ঢাকায় জেনহাইজারের একটি নতুন সার্ভিস সেন্টার চালুর ঘোষণা দেন জেনহাইজার ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার ও ডাইরেক্টর- সেলস প্রো অডিও ভিপিন পুঙ্গালিয়া।
এই পার্টনারশিপ সম্পর্কে তিনি বলেন, ‘এর মাধ্যমে আমাদের গ্রাহকরা আমাদের প্রো-অডিও সলিউশনগুলো ব্যবহারের সুযোগ পাবে। মেলোডি অ্যান্ড কো. এর সাথে পার্টনারশিপের মাধ্যমে আমরা ঢাকার গ্রাহকদের কাছে আমাদের পণ্যগুলো পৌঁছে দিতে পারবো বলে আমি আশাবাদী।’
মেলোডি অ্যান্ড কো’র ম্যানেজিং পার্টনার সম্রাট সরকার বলেন, ‘এই পার্টনারশিপ দেশের শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের অবস্থানকে আরও দৃঢ় করবে বলে আমি বিশ্বাসী।’
জেনহাইজার ইন্ডিয়ার প্রফেশনাল সেগমেন্টের বিজনেস হেড প্রশ্নোত্তর পর্বে বলেন, ‘বাংলাদেশে রেডিও, টেলিভিশন চ্যানেল ও রেকর্ডিং স্টুডিওর মতো পেশাদার কাজে আমাদের পণ্য এরইমধ্যে ব্যবহৃত হচ্ছে। এই পার্টনারশিপের মাধ্যমে পেশাদারদের আমরা সরাসরি সেবা দিতে পারব।’
ঠিকানা/এসআর