বিশাল পরিবর্তন আসছে নতুন আইওএস-এ, কিন্তু কী সেগুলো?

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১১:৩৯ , অনলাইন ভার্সন
কারো যদি ২০১৮ সালে প্রকাশিত আইফোন এক্সএস বা তার পরবর্তী কোনো আইফোন থাকে, তারা চাইলে পাবলিক বেটা সংস্করণটিতে আগামী আইফোন অপারেটিং সিস্টেমের চেহারা এক ঝলক দেখে নিতে পারবে।

প্রতি বছরই আইফোন অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আসে। মূল সংস্করণের আগে আসে এর বেটা সংস্করণ। এবারও আসবে। গুজব হচ্ছে, এবার অনেক কিছুই থাকবে নতুন সংস্করণে।

জুন মাসেই আইওস ১৭ আনবে বলে ঘোষণা দিয়েছিল অ্যাপল। নতুন খবর হচ্ছে, এর পাবলিক বেটা সংস্করণ এখন থেকে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

তবে মনে রাখতে হবে এই বেটা সংস্করণটি সফটওয়্যারটির চূড়ান্ত চেহারা নয়, এখান থেকে বিভিন্ন গলদ বের করে সেগুলো সংশোধন করে আরও বড় পরিসরে আনুষ্ঠানিকভাবে আসবে মূল সংস্করণ।

যাদের হাতে ২০১৮ সাল বা তার পরে বাজারে আসা আইফোন আছে, তারা চাইলে ফোনে নামিয়ে নিতে পারবেন এই বেটা সংস্করণটি, দেখে নিতে পারবেন নতুন অপারেটিং সিস্টেমের এক ঝলক।

পাবলিক বেটা সংস্করণ ইনস্টলের নিয়মও বদলেছে। অ্যাপলের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে প্রোফাইল কনফিগার করার বদলে এখন ড্রপডাউন মেনু থেকে সেটিংস > জেনারেল > সফটওয়্যার আপডেট অনুসরণ করেই এখন ইনস্টল করা যাবে।

কন্টাক্ট পোস্টার

আইওএস ১৭ এর অন্যতম সংযোজন “কন্টাক্ট পোস্টার” যা খুবই দৃশ্যমান পরিবর্তন। অন্য আইফোন ব্যবহারকারীরা আপনাকে ফোন করলে তাদের ফোনে আপনার কোন ছবি ভেসে উঠবে, আপনার আইফোনের লক স্কিনের মতো আপনি তা কাস্টমাইজ করে নিতে পারবেন।

বিশাল পরিবর্তন আসছে নতুন আইওএস-এ, কিন্তু কী সেগুলো?
উন্নত অটোকারেক্ট

নতুন ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর ভিত্তি করে আরও উন্নত করা হয়েছে অটোকারেক্ট প্রযুক্তি, বলেছে অ্যাপল। হবে আরও নির্ভুল, শুধরানো যাবে বাক্যের ব্যাকরণগত ভুলও।

উন্নত আইমেসেজ, ইন্টারফেইসের পরিমার্জন

গতকয়েক বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন এলো অ্যাপলের মেসেজিং অ্যাপে। ক্যামেরায় স্টিকারের মতো গোপন ফিচার এখন দেখা যাবে ইন্টারফেইসে, আগে যা কিবোর্ডের উপরে বাম পাশের মেনু থেকে খুঁজে বের করতে হতো। মেসেজ সার্চ ও স্টিকারে পরিবর্তন এসেছে। এখন থেকে ছোট ছোট অডিও মেসেজকে লেখায় রূপান্তর করবে অ্যাপটি।

জার্নাল অ্যাপ

আইওএস ১৭ তে যুক্ত হয়েছে নতুন জার্নাল অ্যাপ, যা ব্যবহারকারীদের প্রতিদিন তাদের ভাবনাকে একটু একটু করে লিখতে অনুপ্রাণিত করবে। তারপর সেগুলোকেও ডিভাইসের মধ্যে থাকা মেশিন লার্নিং প্রযুক্তি বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবহারকারীদের মেমোরিজ, পরিচিত মানুষজন, গান কিংবা ছবি সম্পর্কে তাদের মতো করে লিখতে প্রম্পট দিয়ে সাহায্য করবে। বেটা ভার্সনটিতে এটি নেই তবে পূর্ণাঙ্গ সংস্করণটিতে এটি যুক্ত হবে বলেছে সিএনবিসি।

নতুন স্ট্যান্ডবাই ডক মোড

ওয়ারলেস চার্জারে আনুভূমিকভাবে আইফোনকে রাখলে আগের মতো লক স্ক্রিন আসার বদলে এখন থেকে ক্যালেন্ডার, ঘড়ি, এলার্ম ও অন্যান্য রিয়েল টাইম তথ্যসহ উইজেট দেখা যাবে নতুন ইন্টারফেইসে। কেউ চাইলে বিছানার পাশের ঘড়ি হিসাবে তাদের আইফোনটি ব্যবহার করতে পারবেন।

বিজনেস কার্ডের বিনিময়

‘নেইম ড্রপ’ নামের নতুন ফিচারের মাধ্যমে দুইজন আইফোন ব্যবহারকারী কেবল তাদের ফোন দুটো কাছাকাছি আনার মাধ্যমে নিজেদের কন্টাক্ট বৃত্তান্ত বিনিময় করে নিতে পারবেন।

হেলথ অ্যাপে মানসিক স্বাস্থ্য ফিচার

অ্যাপলের হেলথ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা তাদের প্রতিদিনকার মানসিক অবস্থা, আবেগ লিপিবদ্ধ করে রাখতে পারবেন। সেইসঙ্গে দুশ্চিন্তা এবং বিষণ্ণতা চিকিৎসায় ব্যবহৃত পরীক্ষার মাধ্যমে নিজেদের মানসিক স্বাস্থ্যের অবস্থা যাচাই করে নিতে পারবেন।

অফলাইন ম্যাপস

আইওএস ১৭ ব্যবহারকারীরা তাদের ম্যাপস অ্যাপটি ডাউনলোড করে অফলাইনে ব্যবহার করতে পারবেন। গুগল এই সেবা বেশ কয়েকবছর ধরে দিয়ে এলেও অ্যাপল আনল এই প্রথম। এখন থেকে পুরো অঞ্চলের ম্যাপ একসঙ্গে ডাউনলোড করা যাবে।

নতুন এয়ারপডস ফিচার

এয়ারপডস প্রো ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আসছে। অ্যাপল এই নতুন ফিচারটির নাম দিয়েছে অ্যাডাপ্টিভ অডিও। এতে মেশিন লার্নিং এবং অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে চারপাশের শব্দ এবং এর প্লে হওয়া মিউজিককে বিশ্লেষণ করে বুদ্ধিমত্তার সঙ্গে হেডফোনের ভলিউম বাড়িয়ে কমিয়ে চারপাশের পরিবেশের শব্দ সম্পর্কে ব্যবহারকারীকে আরও সচেতন অনুভূতি দেবে।

সিরিকে ডাকতে আর ‘হেই’ বলতে হবে না

এখন থেকে অ্যাপলের ভয়েস অ্যাসিস্টেন্টকে ছোট্ট করে কেবল সিরি নামে ডাকলেই হবে।

ছবিতে শনাক্ত হবে পোষা প্রাণীও

কয়েকবছর ধরেই অ্যাপলের মেশিন লার্নিং ব্যবস্থা ছবির মধ্যে থাকা কুকুর ও বিড়ালকে শনাক্ত করতে পারে। এবার থেকে ফটোজের ফোল্ডারে থাকা ছবি থেকেও প্রতিটিকে আলাদাভাবে চিহ্নিত করতে পারবে। কারো যদি দুইটি কুকুর থাকে তাহলে এখন থেকে সার্চ কিংবা অন্য অ্যাপ্লিকেশনে তাদের আলাদা করতে পারবে অ্যাপল ফটোজ।

রিমাইন্ডারে বাজারের ফর্দ

বাজারের অগোছালো তালিকাকে ধরন অনুযায়ী ঠিকঠাকভাবে সাজাতে পারবে অ্যাপলের রিমাইন্ডার অ্যাপ। যেমন সবজি, হিমায়িত খাবার, দুগ্ধজাত পণ্যকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করে বাজার করাকে আরও সহজ করা করবে এই অ্যাপটি।

ফোন যখন মুখের খুব কাছাকাছি

স্ক্রিন ডিস্ট্যান্স নামে নতুন একটি প্রযুক্তিও বানিয়েছে অ্যাপল। যা স্ক্রিনের খুব কাছাকাছি মুখ চলে এলে তা বন্ধ হওয়ার পরিবর্তে বর্ধিত সময়ে ব্যবহার নিশ্চিত করতে ব্যবহারকারীদের সতর্ক করে দেবে। এটি রয়েছে মেনুর স্ক্রিন টাইম ফিচারে।

কী আছে ভয়েসমেইলে

লাইভ ভয়েসমেইল নামে নতুন ফিচার ফলে কোনো ভয়েসমেইল এলে লক স্ক্রিনে তার খানিকটা দেখাবে। এর ফল ব্যবহারকারী রিয়েল টাইমে কলটি ধরবেন কিনা সে সিদ্ধান্ত নিতে পারেন।

ফেইসটাইম ভয়েসমেইল

অ্যাপল প্রথমবারের মতো ফেইসটাইম কলে ভয়েসমেইল যুক্ত করেছে যেখানে এর আগে ব্যবহারকারীরা কেবল লিখিত টেক্সট মেসেজ পাঠানো যেতো।

দুই-ধাপের পরিচয় যাচাই আরও উন্নত

অ্যাপলের অন্যতম জনপ্রিয় ফিচার এটি দুই ধাপের পরিচয় যাচাই নিজ থেকেই টেক্সট মেসেজ কোডকে থেকে সংগ্রহ করে ওয়েবসাইট কিংবা অ্যাপের নির্ধারিত বক্সে বসিয়ে দেয়। আইওএস ১৭ তে এখন থেকে ইমেইল থেকেও দুই ধাপের পরিচয় যাচাই কোডকে সংগ্রহ করে সয়ংক্রিয় ভাবে নির্ধারিত স্থানে বসাবে।

গান বদলে আরও মসৃণতা অ্যাপল মিউজিকে

কোনো গান শেষ হওয়ার সময় ধীরে ধীরে শব্দ কমতে থাকবে এবং নতুন গান শুরুতে ধীরে ধীরে শব্দ বাড়তে থাকবে –এমন নতুন ফিচার যোগ হয়েছে অ্যাপল মিউজিকে। ব্যবহারকারীরা এখন থেকে প্লেলিস্ট একত্র কারতে পারবেন, কয়েকবছর ধরে স্পটিফাইয়ে থাকা ফিচারটি এবার যুক্ত হলো অ্যাপল মিউজিকে।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041