মায়ের ভালোবাসা অসীম
তাঁর প্রয়োজনীয়তা আমাদের জীবনে অপরিসীম।
পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা ও মায়া
মায়ের কাছেই আছে আমাদের সঠিক ছায়া।
যতই কষ্ট হোক মা কখনো করেন না মুখ কালো
সন্তানের জন্য তাঁর চেহারায় থাকে সব সময় আলো।
মাকে সবাই জন্ম থেকে আমরা দেখি
তাঁর কাছ থেকে জীবনের প্রাথমিক শিক্ষা শিখি।
মা মা-ই থাকেন, তাঁর কোনো বিকল্প নেই
ভালোবাসা ও মায়ায় মাকে আমরা সম্মান দেই।
দশ মাস দশ দিন মা করেন সন্তান ধারণ
পৃথিবীতে এ রকম অন্য কেহই করেন না কষ্ট বরণ।
নবীজি (সা.) বলেছেন, মনে রেখো হে মুমিন মুসলমান!
মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।
মায়ের ভালোবাসা ও মায়া অকৃত্রিম
এতে নেই বিন্দুমাত্র অলীক ও কৃত্রিম।
তাঁর প্রয়োজনীয়তা আমাদের জীবনে অপরিসীম।
পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা ও মায়া
মায়ের কাছেই আছে আমাদের সঠিক ছায়া।
যতই কষ্ট হোক মা কখনো করেন না মুখ কালো
সন্তানের জন্য তাঁর চেহারায় থাকে সব সময় আলো।
মাকে সবাই জন্ম থেকে আমরা দেখি
তাঁর কাছ থেকে জীবনের প্রাথমিক শিক্ষা শিখি।
মা মা-ই থাকেন, তাঁর কোনো বিকল্প নেই
ভালোবাসা ও মায়ায় মাকে আমরা সম্মান দেই।
দশ মাস দশ দিন মা করেন সন্তান ধারণ
পৃথিবীতে এ রকম অন্য কেহই করেন না কষ্ট বরণ।
নবীজি (সা.) বলেছেন, মনে রেখো হে মুমিন মুসলমান!
মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।
মায়ের ভালোবাসা ও মায়া অকৃত্রিম
এতে নেই বিন্দুমাত্র অলীক ও কৃত্রিম।