মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুদ্ধ চলাকালীন কেউ ন্যাটোতে যোগ দিতে পারবে না। কারণ এটি পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্টোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে হেলসিঙ্কিতে যুক্তরাষ্ট্র ও নর্ডিক নেতাদের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। ১৩ জুলাই বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদ সম্মেলনে জো বাইডেন আরও বলেন, পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দেবে। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিদ্ধান্ত নেবেন যুদ্ধ চালিয়ে যাওয়া রাশিয়ার স্বার্থে নয়।
অবশ্য এক দিন আগে লিথুয়ানিয়ায় ন্যাটোর বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন জো বাইডেন। সে সময় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আজ, আগামীকাল এবং যত দিন লাগবে স্বাধীনতা ও স্বাধীনতার পক্ষে পাশে দাঁড়াবে।
ঠিকানা/এনআই
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্টোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে হেলসিঙ্কিতে যুক্তরাষ্ট্র ও নর্ডিক নেতাদের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। ১৩ জুলাই বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদ সম্মেলনে জো বাইডেন আরও বলেন, পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দেবে। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিদ্ধান্ত নেবেন যুদ্ধ চালিয়ে যাওয়া রাশিয়ার স্বার্থে নয়।
অবশ্য এক দিন আগে লিথুয়ানিয়ায় ন্যাটোর বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন জো বাইডেন। সে সময় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আজ, আগামীকাল এবং যত দিন লাগবে স্বাধীনতা ও স্বাধীনতার পক্ষে পাশে দাঁড়াবে।
ঠিকানা/এনআই