![](https://thikananews.com/public/postimages/64afa73123453.png)
‘ফিরে চল মাটির টানে’ স্লোগানে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো লোকসঙ্গীত উৎসব। গত ৮ জুলাই শনিবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত উৎসবে বিপুল প্রবাসী বাংলাদেশি উপভোগ করেন বাংলার লোকজ সংস্কৃতি।
বাঙালির হৃদয় ছুঁয়ে যাওয়া কথকতায় পরিপূর্ণ লোকসঙ্গীত উৎসবের মধ্যমণি ছিলেন ফ্রান্স প্রবাসী পবন দাস বাউল এবং একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়। নিউইয়র্ক অঞ্চলের বাঙালিয়ানায় উজ্জীবিত নতুন প্রজন্মের শিল্পীরাও নিজ নিজ পরিবেশনার মধ্যদিয়ে সকলকে মুর্চ্ছনায় আবিষ্ট করে রেখেছিলেন। আর এভাবেই ক্ষণে ক্ষণে ধ্বনিত হয়েছে বাঙালি সংস্কৃতির ফল্গুধারা বহুজাতিক এই শহরের অলিগলিতে।
বেঙ্গলি ক্লাব ইউএসএ’র সদস্য-সচিব শিবলী ছাদেক প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপনকালে সামনের দিনগুলোতেও এমন আন্তরিকতাপূর্ণ সহযোগিতা অব্যাহত থাকলে কোন আয়োজনই অসাধ্য হবে না বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে লোকসঙ্গীতের প্রাণপুরুষ পবন দাস বাউল, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাংবাদিক লাবলু আনসার, হোস্ট সংগঠনের সভাপতি দীনেশচন্দ্র মজুমদার, আহবায়ক দীপক দাস, প্রধান উপদেষ্টা শিতাংশু গুহ প্রমুখ শুভেচ্ছা বক্তব্য দেন। এসময় তারা বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো সংস্কৃতি নেই। তাই বাঙালিরা যেভাবে নিজের সংস্কৃতি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছি, এবং তা খুব সহজেই আমেরিকানদেরকেও অভিভূত করছে, এই ধারা অব্যাহত রাখতে পারলে একসময় বাঙালির লোকসংস্কৃতি হয়তো আমেরিকার নিজস্ব সংস্কৃতির আদল পাবে।
অনুষ্ঠানে পবন দাস বাউল ও রথীন্দ্রনাথ রায় ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন জোহরা আলিম, শাহ মাহবুব, চন্দ্রা ব্যানার্জি, রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ এবং সূতপা মন্ডল।
চন্দ্রা ব্যানার্জির নেতৃত্বে নৃত্যাঞ্জলি এবং কাবেরী দাসের নেতৃত্বে সঙ্গীত পরিষদের পরিবেশনা সকলে বিমুগ্ধচিত্তে উপভোগ করেন।
লোকজ সংস্কৃতির আবহে বাচিক শিল্পী গোপন সাহার সাবলীল উপস্থাপনায় দুপুর থেকে গভীর রাত অবধি এ আয়োজনে ছিল ধামাইল, পদাবলী কীর্তন, পুঁথি পাঠ, কবিগান, নৃত্য সবাই দারুণ উপভোগ করেন।
বাঙালির হৃদয় ছুঁয়ে যাওয়া কথকতায় পরিপূর্ণ লোকসঙ্গীত উৎসবের মধ্যমণি ছিলেন ফ্রান্স প্রবাসী পবন দাস বাউল এবং একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়। নিউইয়র্ক অঞ্চলের বাঙালিয়ানায় উজ্জীবিত নতুন প্রজন্মের শিল্পীরাও নিজ নিজ পরিবেশনার মধ্যদিয়ে সকলকে মুর্চ্ছনায় আবিষ্ট করে রেখেছিলেন। আর এভাবেই ক্ষণে ক্ষণে ধ্বনিত হয়েছে বাঙালি সংস্কৃতির ফল্গুধারা বহুজাতিক এই শহরের অলিগলিতে।
বেঙ্গলি ক্লাব ইউএসএ’র সদস্য-সচিব শিবলী ছাদেক প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপনকালে সামনের দিনগুলোতেও এমন আন্তরিকতাপূর্ণ সহযোগিতা অব্যাহত থাকলে কোন আয়োজনই অসাধ্য হবে না বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে লোকসঙ্গীতের প্রাণপুরুষ পবন দাস বাউল, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাংবাদিক লাবলু আনসার, হোস্ট সংগঠনের সভাপতি দীনেশচন্দ্র মজুমদার, আহবায়ক দীপক দাস, প্রধান উপদেষ্টা শিতাংশু গুহ প্রমুখ শুভেচ্ছা বক্তব্য দেন। এসময় তারা বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো সংস্কৃতি নেই। তাই বাঙালিরা যেভাবে নিজের সংস্কৃতি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছি, এবং তা খুব সহজেই আমেরিকানদেরকেও অভিভূত করছে, এই ধারা অব্যাহত রাখতে পারলে একসময় বাঙালির লোকসংস্কৃতি হয়তো আমেরিকার নিজস্ব সংস্কৃতির আদল পাবে।
অনুষ্ঠানে পবন দাস বাউল ও রথীন্দ্রনাথ রায় ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন জোহরা আলিম, শাহ মাহবুব, চন্দ্রা ব্যানার্জি, রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ এবং সূতপা মন্ডল।
চন্দ্রা ব্যানার্জির নেতৃত্বে নৃত্যাঞ্জলি এবং কাবেরী দাসের নেতৃত্বে সঙ্গীত পরিষদের পরিবেশনা সকলে বিমুগ্ধচিত্তে উপভোগ করেন।
লোকজ সংস্কৃতির আবহে বাচিক শিল্পী গোপন সাহার সাবলীল উপস্থাপনায় দুপুর থেকে গভীর রাত অবধি এ আয়োজনে ছিল ধামাইল, পদাবলী কীর্তন, পুঁথি পাঠ, কবিগান, নৃত্য সবাই দারুণ উপভোগ করেন।