সংবর্ধিত হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দুই কৃতি সন্তান, বাংলাদেশ সরকারের গ্রীস, মালটা ও আলবেনিয়ার রাষ্ট্রদূত আসুদ আহমদ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফুন নাহার বেগম। সম্প্রতি তারা সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক সফর করছেন। কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। গত ৯ জুলাই রোববার সন্ধ্যায় এস্টোরিয়ায় অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ আহমদের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়ার আরেক কৃতি সন্তান ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্রাকের সাবেক নির্বাহী পরিচালক ফারুক আহমদ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়ার পার্শ্ববর্তী এলাকা শমসেরনগরের কৃতি সন্তান বিশিষ্ট সংগীত শিল্পী সেলিম চৌধুরী। এ সময় অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবুল কালাম, আব্দুল জলিল, ডা. মুজিবুর রহমান, নজরুল ইসলাম ফারুক, সিরাজ উদ্দিন সোহাগ, এম এ শফি চৌধুরী, কর্ণেল সাজু, লুৎফুর রহমান চৌধুরী হেলাল, রাশেদুল মান্নান হেশাম, এনায়েত হোসেন জালাল, এম এ বাকী, মুকিত চৌধুরী, আবুল হোসেন জিতু, দেওয়ান শাদ, আতাউর রহমান সেলিম প্রমুখ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী কুলাউড়াবাসী উপস্থিত ছিলেন।