মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার কয়েক দশক ধরে কমে আসছে। নতুন প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জন্মহার এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে রেকর্ড পরিমাণ সর্বনিম্ন। করোনা মহামারির কারণে জন্মহার হ্রাসের দু’বছরের মাথায় আবারও তা কমার জন্যে বিশেষজ্ঞরা অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন। ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত জন্মহার ধারাবাহিকভাবে বছরে ২ শতাংশ কমেছিল। পরে ২০২০ সালের তুলনায় জন্মহার ২০২১ সালে ১ শতাংশ বৃদ্ধি পায়। এরপর ২০২২ ও ২০২৩ সালে আবার টানা কমেছে।ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের (এনসিএইচএস) তথ্য অনুসারে, ২০২৩ সালে ৩৫ লাখ ৯১ হাজার ৩২৮ শিশু জন্মেছে আমেরিকায়। ২০২২ সালের চেয়ে তা ৭৬ হাজার জন অর্থাৎ ২ শতাংশ কম।সিডিসির তথ্য অনুযায়ী, ১৫ থেকে ৪৪ বছর বয়সি মায়েরা প্রতি হাজারে সন্তান জন্ম দিয়েছেন ৫৪.৪ জন। অথচ ২০২০ সালে অর্থাৎ করোনার সময়েও এই হার ছিল ৫৬। এই তুলনায় জন্মহার কমেছে ৩ শতাংশ।ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের পরিসংখ্যানবিদ এবং নতুন প্রতিবেদনের প্রধান লেখক ডাক্তার ব্র্যাডি হ্যামিল্টন বলেছেন, ‘অতীতেও জন্মহারে বড় পতন হয়েছে। তবে সেই পতনের সঙ্গে সাধারণ প্যাটার্নের একটা মিল ছিল।’নতুন রিপোর্ট অনুযায়ী, ২০২২ ও ২০২৩ সালের মধ্যে বেশিরভাগ বয়সের মায়েদের মধ্যে জন্মের হার কমেছে। সাধারণভাবে ২০-৩৯ বছর বয়সী মহিলাদের ক্ষেত্রে জন্মহার কমেছে বেশি।২৫ এপ্রিল বৃহস্পতিবার সিডিসি থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরী মায়েদের জন্মহার ৩% কমে হাজারে ১৩.২ হয়েছে। যা গত ৩২ বছরের মধ্যে রেকর্ড সর্বনিম্ন। ১৯৯১ সালের চেয়ে এই জন্মহার ৭৯ কম। এছাড়া ২০-২৪ বছর বয়সি মায়ের চেয়ে ৩০-৩২ বছর বয়সি মায়ের মধ্যে সন্তান ধারণের প্রবণতা বেড়েছে। ২০২৩ সালে ২০-২৪ বছর বয়সী মায়েদের জন্মহার ছিল হাজারে ৯৫। যা রেকর্ড পরিমাণ (৫৫.৪) কমেছে। তবে ১০-১৪ এবং ৪০-৪৯ বছর বয়সীদের ক্ষেত্রে জন্মহার অপরিবর্তিত রয়েছে। ৪০ এবং তার বেশি বয়সী মায়েরাই একমাত্র গোষ্ঠী যাদের জন্মহার কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এই বয়সী মায়েদের সন্তান ধারণের প্রচেষ্টা থাকলেও প্রতি হাজারে জন্মহার ১৩ টিরও কম। এই হার অন্য যেকোনো বয়সের তুলনায় কম।গর্ভপাতের ফেডারেল অধিকার প্রত্যাহারের মার্কিন সুপ্রিম কোর্টের ডবস সিদ্ধান্তের পরে দেখা গেছে, যেসব রাজ্যে গর্ভপাত নিষিদ্ধ সেখানে ২০২৩ সালে অন্য রাজ্যগুলোর চেয়ে জন্মহার ২.৩ শতাংশ বেশি। ফলে প্রত্যাশার চেয়ে প্রায় ৩২,০০০ বেশি জন্ম হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে একদিকে মাতৃমৃত্যুর হার বাড়ছে, অন্যদিকে সিজারিয়ান ডেলিভারির হারও বৃদ্ধি পাচ্ছে।সিজারিয়ান ডেলিভারির হার টানা চতুর্থ বছরের মতো ২০২৩ সালে ৩২.৪ শতাংশ বেড়েছে; আর কম ঝুঁকিপূর্ণ সিজারিয়ান ডেলিভারির হার বেড়েছে ২৬.৬ শতাংশ। নির্দিষ্ট সময়ের আগে জন্মের হার ১০.৪১ শতাংশে অপরিবর্তিত রয়েছে।