নিউইয়র্ক সিটির ট্রানজিটে কর্মরতদের ফ্যামিলি নাইট

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৮ , অনলাইন ভার্সন
বাংলাদেশি-আমেরিকান এনওয়াইসিটি’র ব্যতিক্রমী ফ্যামিলি নাইটে উপস্থিত সবার আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে উঠেছিলো কুইন্সের উডহ্যাভেন বুলেভার্ডের জয়া পার্টি হল। গত ১৯ এপ্রিল সন্ধ্যার এই আয়োজনে ছিলো শুভেচ্ছা বিনিময়, আড্ডা, সংক্ষিপ্ত বক্তব্য, নাচ-গান, র‌্যাফল ড্র আর বিনোদন কর্মকাণ্ড। শিশু-কিশোর-কিশোরীদের আনন্দের জন্য ছিলো ভিন্ন আয়োজন। 
অনুষ্ঠানে প্রথমবারের মতো যোগ দিয়েছিলেন নিউইয়র্ক সিটির এমটিএ’র শীর্ষ স্থানীয় কর্মকর্তা। সেই সাথে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণ আর সমর্থন- সব মিলয়ে একটি সফল অনুষ্ঠান হলো কোন সংগঠন ছাড়াই সিটির এমটিএ-তে কর্মরত বাংলাদেশিদের ফ্যামিলি নাইট। 
জানা যায়, সিটির এমটিএ-তে ৭ শতধিক বাংলাদেশি বিভিন্ন পদে কর্মরত। তাদের নেই কোন সংগঠন। তবে পারষ্পারিক সৌহার্দ্য-সম্প্রীতি জোরদারের পাশাপাশি পরিবারের সদস্যদের বিনোদনের জন্য প্রতি বছর আয়োজন করা হয় ফ্যামিলি নাইট। এজন্য অনুষ্ঠান আয়োজক কমিটি গঠন করে চলে তার কার্যক্রম। এবার এই কমিটির আহ্বায়ক ছিলেন স্টেশন এজেন্ট রোকশানা বেগম। তার নেতৃতে গঠিত কমিটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করে উপস্থিত সবার মন কাড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনওয়াইসটি’র প্রেসিডেন্ট রিচার্ড ডেভি, বিশেষ অতিথি ছিলেন এনওয়াইসটি’র চিফ অফিসার (স্টেশন ডিপার্টমেন্ট) সেলিনা হুটশন, পরিচালক (কাস্টমার সার্ভিস ম্যানেজার) গারম্যানি জ্যাকসন, আরটিও জেনারেল সুপারেনটেন্ট (ট্রেন অপারেশন) ফারহাদুল ইসলাম, টিডব্লিউ লোকাল ১০০ ইউনিয়ন-এর প্রেসিডেন্ট রিচার্ড ডেভিস, সেক্রেটারি অব ট্রেজারার জন চ্যারিলো, ভাইস প্রেসিডেন্ট (স্টেশন ডিভিশন) রবার্ট কেলি, ডিভিশন রেকডিং সেক্রেটারি (স্টেশন) শামীম আহমেদ এবং সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন।
সিটির এমটিএ-তে কর্মরতদের রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিক পর্ব শুরু হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর স্বাগত বক্তব্য রাখেন  ফামিলি নাইট আয়োজক কমিটির আহ্বায়ক, স্টেশন, এজেন্ট রোকশানা বেগম। এরপর আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য রাখেন। 
লক্ষনীয় বিষয় ছিলো যে, বক্তব্য পর্বে অতিথিরা ২/১ মিনিটের মধ্যেই তাদের বক্তব্য শেষ করলেও তাদের বক্তব্যে ছিলো অনুষ্ঠানের প্রশংসার পাশাপাশি সিটি প্রশাসনে বাংলাদেশিদের অর্জন আর গৌরবের কথা। 
তারা বলেন, সিটির বিভিন্ন সেক্টরে বিশেষ করে এমটিএ-তে কর্মরত বাংলাদেশিরা তাদের যোগ্যতাবলেই এগিয়ে যাচ্ছেন। 
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে পৃষ্ঠপোষক রিয়েল এস্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী, স্যানম্যান এক্সপ্রেস-এর সিইও মাসুদ রানা তপন প্রমুখ। 
এছাড়াও অনুষ্ঠানের মাঝে মাঝে এমটিএ-তে কর্মরত বিভিন্ন বিভাগের দায়িত্বশীল বাংলাদেশিরাও শুভেচ্ছা বক্তব্য রাখেন। 
বাংলাদেশি-আমেরিকান সুপারেনটেন্ট তারেক আহমেদ অনুষ্ঠনে এমটিএ’র বিভিন্ন বিভাগে কর্মরত বাংলাদেশিদের গ্রুপে গ্রুপে পরিচয় করিয়ে দেন। সমগ্র অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন স্টেশন সুপারভাইজার আনাফ আলম ও স্টেশন এজেন্ট প্রমিতা সুমি। 
বিনোদন পর্বে বাংলাদেশি-আমেরিকান এনওয়াইসিটি’র সদস্যরা কবিতা আবৃত্তি ও সঙ্গীত এবং তাদের পরিবারের সন্তানরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে গ্রুপ নৃত্য পরিবেশন করে সুপ্তি, সানভি ও হেয়া, একক নৃত্য পরিবেশন করেন প্রিয়ন্তী পাল। কবিতা আবৃত্তি করেন স্টেশন সুপারভাইজার অশোক ব্রহ্মাচারী ও স্টেশন এজেন্ট দীপক দাস। সঙ্গীত পরিবেশন করেন স্টেশন এজেন্ট গোপাল দাস ও তার স্ত্রী অপর্ণা রায়। একক সঙ্গীত পরিবেশন করেন স্টেশন এজেন্ট কাঞ্চন দাস ও বাস অপারেটর মাসিতুল্লাহ। 
অনুষ্ঠানের আকর্ষণীয় শিল্পী ছিলেন ত্রিনিয়া হাসান। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই গানের তালে তালে সুর মিলিয়ে নেচে নেচে এই পর্ব উপভোগ করেন।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 
অনুষ্ঠানটি আয়োজন কমিটিতে আরো যারা ছিলেন, তারা হলেন- শামীম আহমেদ, আজাদ তালুকদার, এনামুল হক জনি, যোবায়ের আহমেদ, কৌশিক বিশ্বাস, সাইফ আজাদ, দীপক দাস, গোপাল দাস, মোহাম্মদ মাসুম, কাঞ্চন দাস, মমিন হোসাইন, সুজন সাহা, শফওয়ান চৌধুরী, সামাদ মিয়া ও রুশদী হক। 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041