
আকাশ নীলে মেঘের ভেলা,
জোট বেঁধে বেশ ছুটছে মেলা!
আকাশ দিল ঢেকে,
ভাসছে ভীষণ খুশির তোরে,
গুড়ুমগুড়ুম ডাকছে জোরে!
একটু থেকে থেকে।
দিচ্ছে হাওয়া বাতাস পালে,
অমনি তারা ছুটছে তালে!
ঢালবে বুঝি ধারা?
রূপ নিল যেই ঝড়-তুফানে,
ছুটছে সবাই বাড়ির পানে!
ফেলে কাজের তাড়া।
আছড়ে ফেলে গাছপালা ডাল,
নেয় উড়িয়ে ঘরেরও চাল!
বইছে বাতাস বেগে,
কালবৈশাখীর এই চেনা রূপ,
গরিব লোকে ভোগায় যে খুব;
যখন থাকে রেগে!
জোট বেঁধে বেশ ছুটছে মেলা!
আকাশ দিল ঢেকে,
ভাসছে ভীষণ খুশির তোরে,
গুড়ুমগুড়ুম ডাকছে জোরে!
একটু থেকে থেকে।
দিচ্ছে হাওয়া বাতাস পালে,
অমনি তারা ছুটছে তালে!
ঢালবে বুঝি ধারা?
রূপ নিল যেই ঝড়-তুফানে,
ছুটছে সবাই বাড়ির পানে!
ফেলে কাজের তাড়া।
আছড়ে ফেলে গাছপালা ডাল,
নেয় উড়িয়ে ঘরেরও চাল!
বইছে বাতাস বেগে,
কালবৈশাখীর এই চেনা রূপ,
গরিব লোকে ভোগায় যে খুব;
যখন থাকে রেগে!