বাংলাদেশ ডে প্যারেড ২৬ মে

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ২৩:০১ , অনলাইন ভার্সন
নিউইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট ইউএসএ’র আয়োজনে আগামী ২৬ মে রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড। প্যারেডটি অনুষ্ঠিত হবে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউর ৬৯ স্ট্রিট থেকে ৮৭ স্ট্রিটে। প্যারেড শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে বিকেল তিনটায়। ১৫ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ডে প্যারেডের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ডে প্যারেডের সদস্য সচিব তরিকুল হোসাইন বাদল, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট ইউএসএ’র প্রেসিডেন্ট শাহ শহীদুল হক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা আক্তার হোসেন, কম্যুনিটি এক্টিভিস্ট সৈয়দ আকিকুর রহমান ফারুক এবং জাহাঙ্গীর আলম জয়। সংবাদ সম্মেলনে কম্যুনিটি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ডে প্যারেডের আহ্বায়ক শাহ নেওয়াজ জানান, বাংলাদেশ ডে প্যারেডে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। অনুষ্ঠানে দেশের এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। প্যারেডে আরো থাকবে কুচকাওয়াজ, পতাকা প্রদর্শন, লাইভ ব্যান্ড, গাড়ি ও ট্রাক মিছিল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, এখানো পর্যন্ত গ্যান্ড মার্শাল এবং মার্শাল চূড়ান্ত করা হয়নি। ইতিমধ্যে বাংলাদেশের ক্রিকেট স্টার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল, চিত্র নায়িকা মৌসুমী, কণ্ঠশিল্পী বিন্দু কনার সাথে কথা হয়েছে। চিত্র নায়িকা মৌসুমী এবং বিন্দু কনার থাকার ব্যাপারে নিশ্চয়তা দিলেও তামিম ইকবালের ব্যাপারে তারা বলেন, তার আসার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তার সাথে আলাপ আলোচনা অব্যাহত আছে। তা ছাড়া সাকিব আল হাসান, চিত্রনায়ক শাকিব খানের সাথে আমরা কথা বলবো। তাদের সাথে কথা বলেই চূড়ান্ত হবে। আরেক প্রশ্নের জবাবে তাআয়োজকরা জানান, বাংলাদেশ প্যারেডের বাজেট ১ লাখ ৭০ হাজার ডলার। প্যারেডটি সফল করতে তারা প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেছেন।
বাংলাদেশ ডে প্যারেডে সংগঠন অন্তর্ভুক্তির আবেদন শুরু : বাংলাদেশ প্যারেড অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ মে। এ উপলক্ষে সকল জেলার সংগঠনকে অন্তর্ভুক্তির আবেদন শুরু হয়েছে। BAPA এর NYPD এর পোশাকসহ ঘোড়ার পদযাত্রা ও কুচকাওয়াজ দিয়ে ডে প্যারেড শুরু হবে। তারপর ঘণচউ এর দুটি কারেকশন দল মার্চ করবে। এরপর থাকবে মুক্তিযুদ্ধ ও দেশীয় সংস্কৃতির ব্যানার নিয়ে শোভাযাত্রা। এভাবে বাংলাদেশের বিভিন্ন জেলা ও দল একের পর এক মার্চে যুক্ত হবে। ডে প্যারেড উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশ করা হবে। সেখানে যুক্ত হতেও যোগাযোগ করতে হবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সঙ্গে।
এ সময় সকল জেলার সকল সংগঠন তাদের জেলা তথা দেশের ইতিহাস-ঐতিহ্য, শাপলা/ইলিশ/নৌকা/ধানের শীষ ইত্যাদি ব্যানার নিয়ে মার্চে যুক্ত থাকবে। BAPA এর একটি দল এই সিরিয়াল নাম্বার মেনটেইন করবে।
বিভিন্ন সংগঠনের সিরিয়াল নাম্বার, অন্তর্ভুক্তি ও ম্যাগাজিনে যুক্ত হওয়ার জন্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর আব্দুস সোবহান যোগাযোগ করার আহ্বান জানান। 
তিনি বলেন, চলুন, সবাই মিলে বাংলাদেশের ঐতিহ্যকে পৃথিবী তথা আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে তুলে ধরি।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041