মানুষ মানুষের জন্য’ কথাটি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। স্বেচ্ছাসেবক সংগঠন ‘ভালো’ তাদের কাজ দিয়ে সব সময় তার প্রমাণ দিয়েছে। আবারও নিউইয়র্কে ভালোর উদ্যোগে হয়ে গেল ঈদ খাদ্যসামগ্রী বিতরণ। জ্যামাইকার হিলসাইডের ১৭২ স্ট্রিটে প্রায় এক হাজার সাধারণ মানুষের হাতে ঈদ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গত ৬ এপ্রিল শনিবার দুপুরে নিউইয়র্কের বাঙালি কমিউনিটির সাধারণ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী দল ‘ভালো’। এ সময় ওথয়ের কমিশনার আসিম রহমান জানান, রমজান শুধু রোজা রাখা নয়, এ সময় কমিউনিটির পাশে থেকে কাজ করতে হবে। ‘ভালো’ যে উদ্যোগ নিয়েছে, আমার মনে হয়, অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনও ভালোর এই কাজ দেখে উৎসাহ পাবে।
অনেক প্রবাসী বাঙালি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা আজকের চিত্র দেখলে বোঝা যায়। শুধু নিউইয়র্কে নয়, বিভিন্ন জায়গায় আরও অনেক বাঙালি আছেন, যারা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। ‘ভালো’র মতো অন্য সংগঠনও এগিয়ে আসবে- এমনই প্রত্যাশা করেন নিউইয়র্ক সিটি অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার।
‘ভালো’র পাবলিক রিলেশন পরিচালক নবী বলেন, এখানে প্রায় এক হাজার মানুষের মধ্যে চাল, ডাল, সেমাই, আলু, পেঁয়াজ, তেল, ঘিসহ ৩০টির মতো ফুড বিতরণ করা হচ্ছে, যার সঙ্গে যুক্ত আছেন প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবক। আমাদের নিয়মিত আয়োজনের মধ্যে রমজানে এটি দ্বিতীয়। তবে ব্যক্তিগতভাবে আশা করি, এমন একদিন আসবে, যেখানে ‘ভালো’ এমন আয়োজন করবে, তবে কেউ অন্তত খাবার নিতে আসবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুইন্স কাউন্সিল মেম্বর শেখর কৃষান ও লিন্ডালি, নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমান উইলিয়ামস, ‘ভালো’র কর্মকর্তা ড. শামীম আহম্মেদসহ নিউইয়র্ক সিটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গত ৬ এপ্রিল শনিবার দুপুরে নিউইয়র্কের বাঙালি কমিউনিটির সাধারণ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী দল ‘ভালো’। এ সময় ওথয়ের কমিশনার আসিম রহমান জানান, রমজান শুধু রোজা রাখা নয়, এ সময় কমিউনিটির পাশে থেকে কাজ করতে হবে। ‘ভালো’ যে উদ্যোগ নিয়েছে, আমার মনে হয়, অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনও ভালোর এই কাজ দেখে উৎসাহ পাবে।
অনেক প্রবাসী বাঙালি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা আজকের চিত্র দেখলে বোঝা যায়। শুধু নিউইয়র্কে নয়, বিভিন্ন জায়গায় আরও অনেক বাঙালি আছেন, যারা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। ‘ভালো’র মতো অন্য সংগঠনও এগিয়ে আসবে- এমনই প্রত্যাশা করেন নিউইয়র্ক সিটি অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার।
‘ভালো’র পাবলিক রিলেশন পরিচালক নবী বলেন, এখানে প্রায় এক হাজার মানুষের মধ্যে চাল, ডাল, সেমাই, আলু, পেঁয়াজ, তেল, ঘিসহ ৩০টির মতো ফুড বিতরণ করা হচ্ছে, যার সঙ্গে যুক্ত আছেন প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবক। আমাদের নিয়মিত আয়োজনের মধ্যে রমজানে এটি দ্বিতীয়। তবে ব্যক্তিগতভাবে আশা করি, এমন একদিন আসবে, যেখানে ‘ভালো’ এমন আয়োজন করবে, তবে কেউ অন্তত খাবার নিতে আসবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুইন্স কাউন্সিল মেম্বর শেখর কৃষান ও লিন্ডালি, নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমান উইলিয়ামস, ‘ভালো’র কর্মকর্তা ড. শামীম আহম্মেদসহ নিউইয়র্ক সিটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।