ঈদের খুশি রাশি রাশি
এল রোজার শেষে,
আয় ছুটে যাই বন্ধুরা সব
ঈদ গাঁয়ের দেশে।
মোনাজাত শেষ করি
আমরা দাদা-নাতি,
মেলার মধ্যে একটু হাঁটি
উৎসবেতে মাতি।
মামার বাড়ি খালার বাড়ি
বুবুর বাড়ি যাই,
কী আনন্দ কী আনন্দ
যদি সুযোগ পাই।
এল রোজার শেষে,
আয় ছুটে যাই বন্ধুরা সব
ঈদ গাঁয়ের দেশে।
মোনাজাত শেষ করি
আমরা দাদা-নাতি,
মেলার মধ্যে একটু হাঁটি
উৎসবেতে মাতি।
মামার বাড়ি খালার বাড়ি
বুবুর বাড়ি যাই,
কী আনন্দ কী আনন্দ
যদি সুযোগ পাই।