মোনা শাহ : ভারতে বিয়ে মানে এক বিশাল কর্মযজ্ঞ। চলে টাকার খেলা। দু’হাত খুলে দেদার খরচ, লাগামহীন আতিথেয়তা, আনন্দোল্লাস আর খানাপিনার আয়োজন। গত বছরের ২৩ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাত্র ২৩ দিনে বিয়েতে খরচ হয়েছে প্রায় ৪.২৫ ট্রিলিয়ন রুপি। এই খরচ বহু দেশের বার্ষিক বাজেটের চেয়েও অনেক বেশি।
দ্যনটডটকমের তথ্যানুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে একটি বিয়ের আয়োজনে গড় ব্যয় ছিল ৩৫ হাজার ডলার। ওয়েডিং রিপোর্ট অনুযায়ী, সান ফ্রান্সিসকোতে ২০০ থেকে ৩০০ অতিথিসহ একটি বিয়ের গড় খরচ ৫৪,৪০৯ থেকে ৬৬,৪৯৯ ডলারের মধ্যে। কিন্তু ভারতীয় বিয়ে এতো ব্যয়বহুল হয় যে, কোন কোনটির আয়োজনে ২ কোটি ভারতীয় রুপি (২ লাখ ৫০ হাজার ডলার) পর্যন্ত ব্যয় করা হয়।
ভারতে যে শুধু আম্বানিরাই বিয়েতে বিশাল অংকের অর্থ ব্যয় করছেন, তা নয়। এ উপলক্ষে পেশাদার ইভেন্ট পরিকল্পনাকারী, মেক-আপ শিল্পী, বিনোদন, বিশ্বখ্যাত রন্ধনশিল্পীদের মুখোরোচক খাবার এবং নববধূ ও তার ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের জন্য ফ্যাশনেবল ও আধুনিক ডিজাইনের পোশাক- সবকিছুর পেছনেই অবারিত অর্থ ব্যয় করা হয়ে থাকে। বিয়ে আয়োজনের প্রথম দিন থেকেই সংগীত, লাইভ পারফরম্যান্সসহ নানা বিলাসিতা এবং আউট-অফ-দ্য-বক্স ধারণা রীতি হয়ে উঠেছে। গায়ে হলুদ, মেহেদি পরানো থেকে শুরু করে দফায় দফায় চলে উৎসব, আনন্দ-উল্লাস আর খাওয়া-দাওয়া। উপঢৌকন তো আছেই। তরুণ দম্পতির আত্মিক মিলন পারিবারিক পুনর্মিলনের একটি সুযোগ। এই সুযোগে দেশে বিদেশে থাকা আত্মীয়স্বজন নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য অনুষ্ঠানে আসেন।
দ্যনটডটকমের তথ্যানুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে একটি বিয়ের আয়োজনে গড় ব্যয় ছিল ৩৫ হাজার ডলার। ওয়েডিং রিপোর্ট অনুযায়ী, সান ফ্রান্সিসকোতে ২০০ থেকে ৩০০ অতিথিসহ একটি বিয়ের গড় খরচ ৫৪,৪০৯ থেকে ৬৬,৪৯৯ ডলারের মধ্যে। কিন্তু ভারতীয় বিয়ে এতো ব্যয়বহুল হয় যে, কোন কোনটির আয়োজনে ২ কোটি ভারতীয় রুপি (২ লাখ ৫০ হাজার ডলার) পর্যন্ত ব্যয় করা হয়।
ভারতে যে শুধু আম্বানিরাই বিয়েতে বিশাল অংকের অর্থ ব্যয় করছেন, তা নয়। এ উপলক্ষে পেশাদার ইভেন্ট পরিকল্পনাকারী, মেক-আপ শিল্পী, বিনোদন, বিশ্বখ্যাত রন্ধনশিল্পীদের মুখোরোচক খাবার এবং নববধূ ও তার ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের জন্য ফ্যাশনেবল ও আধুনিক ডিজাইনের পোশাক- সবকিছুর পেছনেই অবারিত অর্থ ব্যয় করা হয়ে থাকে। বিয়ে আয়োজনের প্রথম দিন থেকেই সংগীত, লাইভ পারফরম্যান্সসহ নানা বিলাসিতা এবং আউট-অফ-দ্য-বক্স ধারণা রীতি হয়ে উঠেছে। গায়ে হলুদ, মেহেদি পরানো থেকে শুরু করে দফায় দফায় চলে উৎসব, আনন্দ-উল্লাস আর খাওয়া-দাওয়া। উপঢৌকন তো আছেই। তরুণ দম্পতির আত্মিক মিলন পারিবারিক পুনর্মিলনের একটি সুযোগ। এই সুযোগে দেশে বিদেশে থাকা আত্মীয়স্বজন নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য অনুষ্ঠানে আসেন।