চীনে কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ৬ জনকে হত্যা

প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১১:৪৭ , অনলাইন ভার্সন
চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে ১০ জুলাই (সোমবার) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

ঘটনাটিকে 'উদ্দেশ্যেমূলক হামলা' হিসেবে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তারা ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। নগর সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, তিনজন শিক্ষার্থী ও দু'জন শিক্ষার্থীদের অভিভাবক।



ঠিকানা/এম
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041