সামার আসার আগেই পিকনিকের প্রস্তুতি

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১২:৩৫ , অনলাইন ভার্সন
সামার আসার বেশি দিন বাকি নেই। সামারে কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পর্যায়ে আয়োজন করা হবে পিকনিক পার্টির। ইতিমধ্যে সামারের আগমনের বার্তা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কমিউনিটিতে পিকনিকের আমেজ শুরু হয়ে গেছে। যদিও বেশির ভাগ পিকনিক অনুষ্ঠিত হবে জুন, জুলাই ও আগস্ট মাসে। তবে হাতে সময় থাকলেও আগেভাগে সময় ঠিক করা হচ্ছে। কারণ পিকনিক স্পটগুলো আগে থেকে বুকিং করা না গেলে পরে স্পট মেলে না। সেই আশঙ্কা থেকেই বড় বড় সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি বেইজড সংগঠনগুলো এখনই প্রস্তুতি নিচ্ছে। তারা এখন থেকেই পিকনিকের জন্য স্পট আগাম বুকিংও দিচ্ছে।
জানা গেছে, ইতিমধ্যে একাধিক সংগঠন তাদের পিকনিকের তারিখ ঘোষণা দিয়েছে। ২৬ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ওই সংগঠনের সভাপতি প্রফেসর সোলায়মান ঘোষণা দেন আগামী ৭ জুলাই অ্যালামনাইয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের সদস্যদের অংশগ্রহণ করার আমন্ত্রণও জানান তিনি।
আয়োজকদের একাধিক সূত্রে জানা গেছে, তারা আগেভাগেই পিকনিক অনুষ্ঠানের প্রস্তুতি নিতে চান। বর্তমানে ইফতার পার্টি হচ্ছে সবচেয়ে বড় গণজমায়েতের জায়গা। এ কারণে ইফতার পার্টিতে আসা লোকজনকে জানিয়ে দেওয়া সম্ভব হচ্ছে পিকনিকের তারিখ ও স্পট। এতে যারা ইফতার পার্টিতে যোগ দিচ্ছেন, তারা আামী পিকনিক সম্পর্কে এখনই জানতে পারছেন এবং তাতে যোগ দেওয়ার প্রস্তুতিও নিতে পারছেন। যদিও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, পিকনিকের আগে তারা গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সংগঠনের নেতাকর্মী ও সদস্যদের সপরিবারে যোগ দিতে আহ্বান জানাবেন। সেই সঙ্গে ফেসবুকেও স্ট্যাটাস দেওয়া হবে।
আয়োজকদের বেশ কয়েকজন জানান, ইফতার পার্টি ধমীয় অনুষ্ঠান, তাই এখানে অনেকেই আসেন। সবাই মিলে আমরা ইফতার করি। এটি সওয়াবের কাজ এবং অবশ্যই আনন্দের। এর মাধ্যমে অনেক দিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়। তবে বেশির ভাগ মানুষ পরিবার-পরিজন নিয়ে ইফতার করতে পছন্দ করেন। ফলে সবাই ইফতার পার্টিতে আসতে পারেন না। পিকনিকের সময়ে সামারে যেহেতু সন্তানদের স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে, ফলে এই সময়ে বেশি সংখ্যক মানুষ পিকনিকে যোগ দিতে পারেন।
জানা গেছে, অন্যান্যবারের মতো এবারও বিভিন্ন সংগঠনের আয়োজনে পিকনিকে মজাদার এবং রকমারি সব খাবারের আইটেম ছাড়াও থাকবে শিশু ও নারীদের জন্য বিশেষ খেলার আইটেম। পুরুষদের জন্যও থাকবে বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণের সুযোগ। আর পিকনিকের সবচেয়ে আকর্ষণীয় পর্ব র‌্যাফল ড্র তো থাকছেই। র‌্যাফল ড্রতে স্বর্ণের গহনা, বিমানের টিকিট, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, মোবাইল ফোন, প্রেশার কুকারসহ বিভিন্ন ধরনের দামি সব উপহারসামগ্রী থাকবে।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041