শূন্য থেকে আসা, শূন্যে ফিরে যাওয়া।
শূন্যে আমার বসবাস, শূন্যে নিঃশ্বাস।
নিস্তব্ধতা আমার অস্তিত্বে, হাহাকার আর বিলাপ...
চিৎকার সব দাঁত কেলিয়ে হাসে, পেয়ে শূন্যের আভাস।
জানাজা হয়েছে স্বপ্নগুলোর, কাল অথবা পরশু...
মেরেছিল তারা বহুকাল ধরেই তবুও ছিল হিমঘরে সজ্জিত।
বড় কষ্টে ছিল তারা, আশা নিয়ে হিমশীতল কারাগারে,
যদি মেলে পাখা, ওড়ায়ে সব শাখা,
গোধূলির দেখা একবার যদি মেলে।
ঔ দূরের দিগন্তে সোনালি-গোলাপি গোধূলি গোপনে মিলায়,
যা গোপন ছিল তা গোপন থাক, শুধু শূন্যতা হাত-পা ছড়ায়।
শূন্যতায় আমার সংসার, শূন্যতাকে জড়িয়ে রাত্রি যাপন।
শূন্যতা তুমি আপন আর সব ভণ্ড অপ্রয়োজন।
ভণ্ড অপ্রয়োজনগুলো পণ্ড করেছে সব শান্তি শুদ্ধ পবিত্রতা।
শূন্য থেকে শুরু, শূন্যে সব শেষ, শূন্য সুন্দর, শূন্যই পরিশেষ।
শূন্যতা তুমি বিগ ব্যাং বিস্ফোরণের শুরু,
হয়তো তুমিই ইস্রাফিলের শিঙায় শেষ ফুঁক।
শূন্যতায় দেখা মিলবে, স্রষ্টার নিগূঢ় রহস্যের স্বর্গসুখ।
শূন্যতা তুমি তবে গ্রাস করো হাস্যকর লীলাখেলা।
মুছে দিয়ে সব দীর্ঘশ্বাস, তুই আমার হয়ে থাক।
শূন্যতায় পূর্ণতা মিলবে অপার্থিব জগতের দরজায়।
শূন্যে আমার বসবাস, শূন্যে নিঃশ্বাস।
নিস্তব্ধতা আমার অস্তিত্বে, হাহাকার আর বিলাপ...
চিৎকার সব দাঁত কেলিয়ে হাসে, পেয়ে শূন্যের আভাস।
জানাজা হয়েছে স্বপ্নগুলোর, কাল অথবা পরশু...
মেরেছিল তারা বহুকাল ধরেই তবুও ছিল হিমঘরে সজ্জিত।
বড় কষ্টে ছিল তারা, আশা নিয়ে হিমশীতল কারাগারে,
যদি মেলে পাখা, ওড়ায়ে সব শাখা,
গোধূলির দেখা একবার যদি মেলে।
ঔ দূরের দিগন্তে সোনালি-গোলাপি গোধূলি গোপনে মিলায়,
যা গোপন ছিল তা গোপন থাক, শুধু শূন্যতা হাত-পা ছড়ায়।
শূন্যতায় আমার সংসার, শূন্যতাকে জড়িয়ে রাত্রি যাপন।
শূন্যতা তুমি আপন আর সব ভণ্ড অপ্রয়োজন।
ভণ্ড অপ্রয়োজনগুলো পণ্ড করেছে সব শান্তি শুদ্ধ পবিত্রতা।
শূন্য থেকে শুরু, শূন্যে সব শেষ, শূন্য সুন্দর, শূন্যই পরিশেষ।
শূন্যতা তুমি বিগ ব্যাং বিস্ফোরণের শুরু,
হয়তো তুমিই ইস্রাফিলের শিঙায় শেষ ফুঁক।
শূন্যতায় দেখা মিলবে, স্রষ্টার নিগূঢ় রহস্যের স্বর্গসুখ।
শূন্যতা তুমি তবে গ্রাস করো হাস্যকর লীলাখেলা।
মুছে দিয়ে সব দীর্ঘশ্বাস, তুই আমার হয়ে থাক।
শূন্যতায় পূর্ণতা মিলবে অপার্থিব জগতের দরজায়।