আইপিএলের ১৭তম আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে আরও দুই উইকেট পেয়ে এখন পর্যন্ত চলমান আসরে সর্বাধিক উইকেট মুস্তাফিজের। এখন পর্যন্ত এটি কেউ টপকাতে পারেননি। ফলে পার্পেল বা বেগুনি ক্যাপ এখনও মুস্তাফিজের।
পার্পেল ক্যাপ নিজের কাছে রাখতে পেরে বেশ উচ্ছ্বসিত মুস্তাফিজুর। সামাজিক যোগাযোগমাধ্যমে পার্পেল ক্যাপ নিয়ে মুস্তাফিজ লিখেছেন, পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধরে রাখবো। আপনাদের সমর্থন ও ভালবাসার জন্য ধন্যবাদ, চির কৃতজ্ঞ।
আইপিএল খেলাকালীন বেশি রান সংগ্রাহকের মাথায় অরেঞ্জ ক্যাপ ও বেশি উইকেট শিকারির মাথায় পার্পেল ক্যাপ দেওয়া হয়। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যারা এই ক্যাপ দুটি দখলে রাখতে পারবেন, তাদের হাতে উঠবে পদক ও প্রাইজমানি। আসরে এখনও বেশ কিছু ম্যাচ বাকি। শুরুর এই ফর্ম ধরে রাখতে পারলে শেষ পর্যন্ত পার্পেল ক্যাপটা নিজের কাছে রাখতে পারবেন। আসর শেষে যার নামের পাশে সর্বোচ্চ উইকেট থাকবে, তিনিই জিতবেন বিশেষ এই ক্যাপ।
মুস্তাফিজের পার্পেল ক্যাপ পাওয়ায় দারুণ অবদান রেখে চলেছেন রাচীন রবীন্দ্র। ফিজের ৬ উইকেটের মধ্যে চারটিতেই ক্যাচ ধরেছেন রবীন্দ্র, যেখানে আরসিবির ফাফ ডু প্লেসিসের ক্যাচ ডিপ পয়েন্ট থেকে দৌড়ে এসে দারুণভাবে ধরেন রবীন্দ্র। একই ম্যাচে কোহলির ক্যাচ ডিপ স্কয়ার লেগে তালুবন্দী করেন রবীন্দ্র। গুজরাটের বিপক্ষে ফিজের দুটি উইকেটেই তো ক্যাচ ধরেন রবীন্দ্র। ফিজের ৬ উইকেটের পর এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ৫, কলকাতা নাইট রাইডার্সের হার্শিত রানার।
ঠিকানা/ছালিক
পার্পেল ক্যাপ নিজের কাছে রাখতে পেরে বেশ উচ্ছ্বসিত মুস্তাফিজুর। সামাজিক যোগাযোগমাধ্যমে পার্পেল ক্যাপ নিয়ে মুস্তাফিজ লিখেছেন, পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধরে রাখবো। আপনাদের সমর্থন ও ভালবাসার জন্য ধন্যবাদ, চির কৃতজ্ঞ।
আইপিএল খেলাকালীন বেশি রান সংগ্রাহকের মাথায় অরেঞ্জ ক্যাপ ও বেশি উইকেট শিকারির মাথায় পার্পেল ক্যাপ দেওয়া হয়। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যারা এই ক্যাপ দুটি দখলে রাখতে পারবেন, তাদের হাতে উঠবে পদক ও প্রাইজমানি। আসরে এখনও বেশ কিছু ম্যাচ বাকি। শুরুর এই ফর্ম ধরে রাখতে পারলে শেষ পর্যন্ত পার্পেল ক্যাপটা নিজের কাছে রাখতে পারবেন। আসর শেষে যার নামের পাশে সর্বোচ্চ উইকেট থাকবে, তিনিই জিতবেন বিশেষ এই ক্যাপ।
মুস্তাফিজের পার্পেল ক্যাপ পাওয়ায় দারুণ অবদান রেখে চলেছেন রাচীন রবীন্দ্র। ফিজের ৬ উইকেটের মধ্যে চারটিতেই ক্যাচ ধরেছেন রবীন্দ্র, যেখানে আরসিবির ফাফ ডু প্লেসিসের ক্যাচ ডিপ পয়েন্ট থেকে দৌড়ে এসে দারুণভাবে ধরেন রবীন্দ্র। একই ম্যাচে কোহলির ক্যাচ ডিপ স্কয়ার লেগে তালুবন্দী করেন রবীন্দ্র। গুজরাটের বিপক্ষে ফিজের দুটি উইকেটেই তো ক্যাচ ধরেন রবীন্দ্র। ফিজের ৬ উইকেটের পর এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ৫, কলকাতা নাইট রাইডার্সের হার্শিত রানার।
ঠিকানা/ছালিক