
নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের প্রবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সোসাইটির বার্ষিক ইফতার ও ক্বিরাত প্রতিযোগিতা। এটি এ পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ইফতার মাহফিল। বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীদের অংশগ্রহণে ইফতার মাহফিলটি ছিল ধর্মীয় আবেশে উৎসবমুখর।
অনুষ্ঠানে আগামী বছরের ক্বিরাত প্রতিযোগিতায় পুরস্কারের স্পন্সরশিপ ঘোষণা দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া।
গত ২৪ মার্চ রোববার নিউইয়র্কের উডসাইডে তিব্বতিয়ান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আগে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথি ও স্পন্সরগণ পুরষ্কার বিতরণ করেন। নতুন প্রজন্মের শিশুরা ক্বিরাত প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের পরিবেশনা দারুণ প্রশংসিত হয়।
মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন সিদ্দিকী। ক্বিরাত প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলো আইটিভি’র সিইও মোহাম্মদ শহীদুল্লাহ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাহিদ মিন্টু, অনলাইন পোর্টাল নিউইয়র্ক বাংলা ডটকম সম্পাদক আকবর হায়দার কিরণ, সোসাইটির সহ-সভাপতি ফারুক চৌধুরী, সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকন হাকিম, বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু প্রমুখ।
অনুষ্ঠানে সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া বলেন, সবার সহযোগিতায় অসম্ভবকে সম্ভব করা হয়েছে। এজন্য তিনি সকল প্রবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন। প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ সোসাইটির সদস্যপদ নবায়ন করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ৩০ জুন সোসাইটির সদস্যপদ গ্রহণের শেষ তারিখ।
বিশিষ্ট ব্যবসায়ী ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ সোসাইটির এই অনুষ্ঠানের প্রশংসায় মুগ্ধ হয়ে বলেন, আমি বেঁচে থাকলে আগামী বছর সোসাইটির ইফতার মাহফিলের ক্বিরাত প্রতিযোগিতার সকল পুরস্কার তিনি স্পন্সর করবেন।
বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা জানান, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় এ বছরের ইফতার মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতা সফল হয়েছে। ৮০০ আসনের তিব্বতিয়ান কমিউনিটি সেন্টারে তিল ধারণের ঠাঁই ছিল না। অনেক প্রবাসীকে বসার জন্য অতিরিক্ত চেয়ার দিতে হয়। সবমিলিয়ে এক হাজার থেকে ১২০০ প্রবাসী এবারের ইফতার মাহফিলে অংশ নেন। আর প্রবাসীদের ইফতারের জন্য তৈরী খাবার সোসাইটির কর্মকর্তারা নিজ উদ্যোগেই সেন্টারের রান্না ঘরে রান্না ও তৈরী করেন। খাবারগুলো সুস্বাদু ছিলো, যার প্রশংসা করেন অনেকেই। এই আয়োজনের বিশেষ সহযোগিতায় ছিলেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক ফয়সাল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, মোহাম্মদ আখতার বাবুল, আবুল বাশার ভুইয়া, সুশান্ত দত্ত, মোহাম্মদ সাদী মিন্টু ও শাহ মিজানুর রহমান।
অনুষ্ঠানে আগামী বছরের ক্বিরাত প্রতিযোগিতায় পুরস্কারের স্পন্সরশিপ ঘোষণা দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া।
গত ২৪ মার্চ রোববার নিউইয়র্কের উডসাইডে তিব্বতিয়ান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আগে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথি ও স্পন্সরগণ পুরষ্কার বিতরণ করেন। নতুন প্রজন্মের শিশুরা ক্বিরাত প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের পরিবেশনা দারুণ প্রশংসিত হয়।
মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন সিদ্দিকী। ক্বিরাত প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলো আইটিভি’র সিইও মোহাম্মদ শহীদুল্লাহ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাহিদ মিন্টু, অনলাইন পোর্টাল নিউইয়র্ক বাংলা ডটকম সম্পাদক আকবর হায়দার কিরণ, সোসাইটির সহ-সভাপতি ফারুক চৌধুরী, সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকন হাকিম, বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু প্রমুখ।
অনুষ্ঠানে সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া বলেন, সবার সহযোগিতায় অসম্ভবকে সম্ভব করা হয়েছে। এজন্য তিনি সকল প্রবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন। প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ সোসাইটির সদস্যপদ নবায়ন করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ৩০ জুন সোসাইটির সদস্যপদ গ্রহণের শেষ তারিখ।
বিশিষ্ট ব্যবসায়ী ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ সোসাইটির এই অনুষ্ঠানের প্রশংসায় মুগ্ধ হয়ে বলেন, আমি বেঁচে থাকলে আগামী বছর সোসাইটির ইফতার মাহফিলের ক্বিরাত প্রতিযোগিতার সকল পুরস্কার তিনি স্পন্সর করবেন।
বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা জানান, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় এ বছরের ইফতার মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতা সফল হয়েছে। ৮০০ আসনের তিব্বতিয়ান কমিউনিটি সেন্টারে তিল ধারণের ঠাঁই ছিল না। অনেক প্রবাসীকে বসার জন্য অতিরিক্ত চেয়ার দিতে হয়। সবমিলিয়ে এক হাজার থেকে ১২০০ প্রবাসী এবারের ইফতার মাহফিলে অংশ নেন। আর প্রবাসীদের ইফতারের জন্য তৈরী খাবার সোসাইটির কর্মকর্তারা নিজ উদ্যোগেই সেন্টারের রান্না ঘরে রান্না ও তৈরী করেন। খাবারগুলো সুস্বাদু ছিলো, যার প্রশংসা করেন অনেকেই। এই আয়োজনের বিশেষ সহযোগিতায় ছিলেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক ফয়সাল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, মোহাম্মদ আখতার বাবুল, আবুল বাশার ভুইয়া, সুশান্ত দত্ত, মোহাম্মদ সাদী মিন্টু ও শাহ মিজানুর রহমান।