রঙিলার বহতা নদীতে এখন জোয়ার
স্বচ্ছ জলে দু-কূল প্লাবিত।
কলকল ছলছল গতিধারায় পূর্ণ
সুদীর্ঘ প্রার্থনার কাক্সিক্ষত ঠিকানা।
সুজন মাঝির গান শোনে পথচারী
ও কূলে দেবর্ষিরা বাঁকা চোখে তাকায়।
পালতোলা নৌকার মাঝি
গেয়ে ওঠে চম্পাবতীর গান।
সুখের ছন্দপতনে হঠাৎ
রঙিলার ভাবনায় ভর করে ভীতি।
না বোঝার ভানে প্রশ্ন করি
উত্তরে বলে হেসে, আমার চাঁদ এসেছে।
স্বচ্ছ জলে দু-কূল প্লাবিত।
কলকল ছলছল গতিধারায় পূর্ণ
সুদীর্ঘ প্রার্থনার কাক্সিক্ষত ঠিকানা।
সুজন মাঝির গান শোনে পথচারী
ও কূলে দেবর্ষিরা বাঁকা চোখে তাকায়।
পালতোলা নৌকার মাঝি
গেয়ে ওঠে চম্পাবতীর গান।
সুখের ছন্দপতনে হঠাৎ
রঙিলার ভাবনায় ভর করে ভীতি।
না বোঝার ভানে প্রশ্ন করি
উত্তরে বলে হেসে, আমার চাঁদ এসেছে।